বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শতকণ্ঠে ‘বিদ্রোহী’

  •    
  • ৪ ডিসেম্বর, ২০২২ ২১:১১

নির্দেশক সুমন বলেন, ‘১২৩ শিশু-কিশোর ও প্রাপ্তবয়স্ক আবৃত্তিশিল্পী এতে অংশ নেন। বিদ্রোহী কবিতা নিয়ে শতকণ্ঠে এ ধরনের ভিজ্যুয়াল নির্মাণ এটাই প্রথম। বিভিন্ন মঞ্চ ও ইনডোর-আউটডোর লোকেশনে শুটিং হয়েছে।’

কুমিল্লার ধর্মসাগর পাড়ে নজরুল ইনস্টিটিউটে শতকণ্ঠে জাতীয় কবি নজরুল ইসলামের ‌'বিদ্রোহী' কবিতার অডিও ভিজ্যুয়াল উপস্থাপন হয়েছে।

রোববার সন্ধ্যায় এমন বর্ণিল আয়োজন করে কুমিল্লা জেলা প্রশাসন। কুয়াশাচ্ছন্ন অগ্রহায়ণের এই সন্ধ্যায় শতকণ্ঠে বিদ্রোহী কবিতার অডিও ভিজ্যুয়াল উপভোগ করতে সমবেত হন বিশিষ্টজনরা।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাৎ হোসেন।

শতকণ্ঠে বিদ্রোহী কবিতা আবৃত্তির গ্রন্থনা ও নির্দেশনা দেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাহতাব সমুন।

আবৃত্তি শেষে সুমন বলেন, ‘১২৩ শিশু-কিশোর ও প্রাপ্তবয়স্ক আবৃত্তিশিল্পী এতে অংশ নেন। বিদ্রোহী কবিতা নিয়ে শতকণ্ঠে এ ধরনের ভিজ্যুয়াল নির্মাণ এটাই প্রথম। বিভিন্ন মঞ্চ ও ইনডোর-আউটডোর লোকেশনে শুটিং হয়। বিএনসিসি ময়নামতি রেজিমেন্টের সদস্যদের অংশগ্রহণ ও সশস্ত্র বাহিনীর মহড়ার স্টক ফুটেজ ব্যবহার করা হয়েছে।’

কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, ‘নজরুলের সঙ্গে কুমিল্লার নিবিড় সম্পর্ক। নজরুল কুমিল্লা থেকে গ্রেপ্তার হন। এখানে তিনি বিয়ে করেন। সাম্যর কবি, দ্রোহের কবি নজরুল আমাদের পথ দেখিয়েছেন। ভারত যখন নজরুলকে নিয়ে যায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে এনে জাতীয় কবির সম্মান দেন। বাঙালি জাতির জীবনের নজরুলের গুরুত্ব অসীম।’

জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদ ও নজরুল ইনস্টিটিউট কেন্দ্রের সহকারী পরিচালক আল আমিনের ব্যবস্থাপনায় এই প্রযোজনার সহ-নির্দেশক হিসেবে দায়িত্ব পালন করেন আবৃত্তিশিল্পী রুবেল কুদ্দুস ও জীৎনাথ। কোরিওগ্রাফি নির্দেশনা দেন ফারহানা আহম্মেদ। কস্টিউম ডিজাইনে ছিলেন চৌধুরী মরিয়ম হাশমি, সাজেদা হক ও সাহিদা আক্তার পপি আর ভিডিওগ্রাফিতে আশিক পায়েল, অডিও পুলক সিনহা, সম্পাদনায় নিওন।

এ বিভাগের আরো খবর