মাদারীপুর সদরে জমি চাষ শেষে বাড়ি ফেরার পথে মাহিন্দ্রা উল্টে খাদে পড়ে দুই ভাগনেসহ মামা নিহত হয়েছেন।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার ঝাউদি এলাকায় এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক নূর মোহাম্মদ শিকদার।
নিহতরা হলেন ঝাউদি ইউনিয়নের মাদ্রা গ্রামের কালু ঘরামীর ৭ বছর বয়সী ছেলে জিহাদ ঘরামী ও ১০ বছরের জুবায়ের ঘরামী এবং তাদের মামা জহিুরুল ঘরামী। ২২ বছর বয়সী জহিুরুল একই গ্রামের আব্দুল জলিল ঘরামীর ছেলে।
নিহতদের পরিবারের বরাতে ফায়ার সার্ভিস কর্মকর্তা নূর মোহাম্মদ শিকদার জানান, জমি চাষা শেষে মাহিন্দ্রায় চড়ে জহিরুল তার দুই ভাগনেকে নিয়ে বাড়ি ফিরছিলেন। মাদ্রা এলাকায় খাদের পানিতে পড়ে ডুবে যায় মাহিন্দ্রাটি। এতে জুবায়ের ও জিহাদ ঘটনাস্থলেই মারা যায়। জহিরুলকে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
এ বিষয়ে সদর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘পুলিশ পানি থেকে মাহেন্দ্রাটি উদ্ধার করেছে। চালক ও মালিকের ভুলের কারণে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতদের পরিবার অভিযোগ দিলে বিষয়টি আমলে নেয়া হবে।’