কুমিল্লা বিসিক শিল্প নগরী এলাকায় দেশীয় অস্ত্র, ককটেল ও ইয়াবাসহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় পুলিশের বিশেষ অভিযানে তাদেরকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।
কুমিল্লা কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হানিফ সরকার এসব তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন, বাগিচাগাঁও এলাকার নয়ন চক্রবর্তী, অশোকতলা বিসিক এলাকার রবিউল হোসেন, একই এলাকার ইয়াছিন হোসেন মাসুম, দৌলতপুর কলোনি এলাকার গোলাম হোসেন সজিব।
পুলিশ কর্মকর্তা হানিফ সরকার বলেন, ডিসেম্বরের বিশেষ অভিযানের অংশ হিসেবে কুমিল্লা বিসিক শিল্প নগরীতে অভিযান পরিচালনা করি। এ সময় চারজনকে গ্রেপ্তার করি। তাদের কাছ থেকে প্রচুর দেশীয় অস্ত্র, ১৪টি ককটেল, ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।