কক্সবাজার সদরের ঝিলংজায় বাঁকখালী নদীতে ‘ফুটবল খুঁজতে গিয়ে’ নিখোঁজ স্কুলছাত্রের মৃতদেহ ৪০ ঘন্টা পর উদ্ধার হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার স্টেশন সংলগ্ন বাঁকখাল নদীর ব্রিজ এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার হয়েছে বলে জানান, স্থানীয় ইউএনও নিলুফা ইয়াসমিন।
মৃত উদ্ধার মিজবাহ উদ্দিন (১৪) কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের চাঁদের পাড়ার বাসিন্দা নুরুল আলমের ছেলে। সে বাংলাবাজারস্থ আইডিয়াল স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল।
স্থানীয়দের বরাতে নিলুফা ইয়াসমিন বলেন, বৃহস্পতিবার সকালে বাংলাবাজার স্টেশন সংলগ্ন বাঁকখালী নদীর ব্রিজের পাশে নিখোঁজ শিশু মিজবাহ উদ্দিনের মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে স্বজনরা মৃতদেহটি উদ্ধার করেছে। খবরটি শোনার পর তিনি ঘটনাস্থল পরিদর্শনে রওনা হয়েছেন।
এর আগে মঙ্গলবার দুপুরে মিজবাহ উদ্দিন স্কুলে সাময়িকী পরীক্ষা শেষে বাড়ী ফিরে। পরে সে প্রতিবেশী বন্ধুদের সঙ্গে বাঁকখালী নদীর তীরে ফুটবল খেলতে যায়। খেলার এক পর্যায়ে ফুটবলটি বাঁকখালী নদীতে গিয়ে পড়ে। এতে ফুটবলটি নিয়ে আসতে গিয়ে সে নিখোঁজ হয়।