বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাসের পর রাজশাহীতে অটোরিকশাও বন্ধ, ভোগান্তি চরমে

  •    
  • ২ ডিসেম্বর, ২০২২ ১৫:০২

সিএনজি টেম্পো মালিক সমিতির সাধারণ সম্পাদক দিদার হোসেন ভুলু বলেন, ‘সরকার বৈধভাবে সিএনজি-অটোরিকশা আমদানি করে। সেই সিএনজি (অটোরিকশা) বিক্রি করে সরকার লাভও করে। তবে আমাদের লাইসেন্স পেতে কেন ভোগান্তি হবে? ’

রাজশাহীতে দুই দিন ধরে চলছে বাস ধর্মঘট। এবার নতুন করে শুরু হয়েছে সিএনজিচালিত অটোরিকশা, টেম্পো ও থ্রি-হুইলার ধর্মঘট।

শুক্রবার সকাল ৬টা থেকে সড়কে ধর্মঘট শুরু করেন সিএনজি অটোরিকশা ও থ্রি-হুইলার মালিকরা।

মালিক ও চালকরা জানিয়েছেন, অবাধ চলাচল ও হয়রানিমুক্ত রেজিস্ট্রেশনের দাবিতে তারা এই ধর্মঘট শুরু করেছেন। অন্যতম গণপরিবহন বাসের পর এই ছোট বাহনটিও বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।

সিএনজি টেম্পো মালিক সমিতির সাধারণ সম্পাদক দিদার হোসেন ভুলু বলেন, ‘সরকার বৈধভাবে সিএনজি-অটোরিকশা আমদানি করে। সেই সিএনজি (অটোরিকশা) বিক্রি করে সরকার লাভও করে। তবে আমাদের লাইসেন্স পেতে কেন ভোগান্তি হবে? আমাদের প্রধান প্রধান মহাসড়ক বাদে আমাদের তো সব সড়কেই চলাচলে অনুমতি আছে। তবে কেন আমাদের হয়রানি করা হবে? আমরা আমাদের লাইসেন্স ও হয়রানি মুক্তির দাবিতে সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছি।’

ভুলু বলেন, 'বিএনপির সমাবেশের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা আমাদের দাবি আদায়ের জন্যই এই ধর্মঘট ডেকেছি।'

বাস মালিকরা বৃহস্পতিবার থেকে যেসব দাবিতে ধর্মঘট শুরু করেছে তার অন্যতম হলো মহাসড়কে ছোট অবৈধ এসব সিএনজি-অটোরিকশা চলাচল বন্ধ করা। আবার সিএনজি (অটোরিকশা) চালকরা নিজেরাও ধর্মঘট ডাক দিলে এর কারণ কী জানতে চাইলে ভুলু বলেন, বাস মালিক সমিতির সঙ্গে আমাদের সাংঘর্ষিক কিছু নাই। আমরা আমাদের যৌক্তিক কিছু দাবিতেই ধর্মঘটের ডাক দিয়েছি।’

এদিকে বাস বন্ধের পর সিএনজিচালিত টেম্পোর ওপরেই ছিল যাত্রীদের ভরসা। শহরের ভেতরে অটোরিকশায় চলাচল করলেও রাজশাহীর উপজেলা পর্যায়ে বা আশপাশের জেলার সঙ্গে যোগাযোগের মাধ্যম ছিল এই সিএনজি-অটোরিকশা। শুক্রবার সকাল থেকে সেই পরিবহনও বন্ধ থাকায় পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে রাজশাহী।

এখন পর্যন্ত বিমান ও ট্রেনই যোগাযোগের মাধ্যম হয়ে আছে। পরিবহন ধর্মঘটের কারণে বাড়তি কষ্টে পড়ল যাত্রীরা।

শুক্রবার দুপুরে সিএনজি স্টেশনে গিয়ে দেখা গেল সেই দুর্ভোগ। নগরীর রেলগেট এলাকায় সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডে যাত্রীরা এসে ঘুরে যাচ্ছেন। তারা বিকল্প বাহনও খুঁজে পাচ্ছে না। আবার কেউ কেউ অটোরিকশায় শহর পার হচ্ছেন। সেখান থেকে বিকল্প বাহন খুঁজবেন এই আশায়।

এ বিভাগের আরো খবর