বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

উন্নয়নের জন্য সুশাসন অপরিহার্য: মন্ত্রিপরিষদ সচিব

  •    
  • ১ ডিসেম্বর, ২০২২ ১৮:৪৪

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘উন্নয়ন যদি নিশ্চিত করতে হয় তাহলে সবাইকে সুশাসন ও শুদ্ধাচার নিশ্চিত করতে হবে। শুদ্ধাচারের বিশেষ করে মানুষের চরিত্রের শুদ্ধতা আনতে হবে।’

দেশের সার্বিক উন্নয়নের জন্য সুশাসন অপরিহার্য বলে মনে করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম । মানুষের চরিত্রে যদি শুদ্ধতা না থাকে তাহলে উন্নয়ন সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেছেন।

বরিশাল নগরীর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বৃহস্পতিবার স্বাস্থ্য শিক্ষায় শুদ্ধাচার ও সুশাসন বিষয়ে কর্মশালা হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ সচিব।

কর্মশালায় আনোয়ারুল ইসলাম বলেন, ‘উন্নয়ন যদি নিশ্চিত করতে হয় তাহলে সবাইকে সুশাসন ও শুদ্ধাচার নিশ্চিত করতে হবে। শুদ্ধাচারের বিশেষ করে মানুষের চরিত্রে শুদ্ধতা আনতে হবে।

‘১৯৭৪ সালে বঙ্গবন্ধু বলেছিলেন, আমাদের উন্নয়ন ঘটাতে হলে চরিত্রবান মানুষ লাগবে। মানুষের চরিত্রে যদি শুদ্ধতা না থাকে তাহলে আমাদের পক্ষে উন্নয়ন সম্ভব নয়। আমাদের প্রধানমন্ত্রী ওই জিনিসটা নিয়ে আসছেন। আর সুশাসন নিশ্চিত করতে হলে শুদ্ধাচার, পারফরমেন্স এগ্রিমেন্ট, রাইট টু ইনফরমেশনসহ বিভিন্ন দিক যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে।’

কর্মশালায় বরিশালের বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান, এটুআই'র সিনিয়র স্ট্রাটেজিক অ্যাডভাইজার কামরুন নাহার, কৃষি মন্ত্রনালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম, ভূমি মন্ত্রনালয়ের সচিব মোস্তাফিজুর রহমান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যান বিভাগের সচিব মো. সাইফুর হাসান বাদল, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ড. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডা. এ কে এম আমিরুল ইসলাম, পরিবার পরিকল্পনার মহাপরিচালক সাহান আরা বানু, বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো খবর