সিরাজগঞ্জ জেলা পরিষদ অফিসের ডাকবাংলো থেকে হিসাবরক্ষক সুরুজিৎ কুমার মুজুদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ডাকবাংলো থেকে বুধবার দুপুরে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
সুরুজিৎ-এর বাড়ি পাবনা পৌর এলাকায়।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) সুমন কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বেলা সাড়ে ১১টায় দিকে ঘরের ভেতরে ঝুলন্ত দেহ দেখে ডাকবাংলোর কেয়ারটেকার শাহন মিয়া পুলিশকে খবর দেন। দুপুরের দিকে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করা হবে।
জেলা পরিষদ চেয়ারম্যান সাবেক মন্ত্রী আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস বলেন, ‘এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। জেলা পরিষদ ডাকবাংলোতে এ ধরনের ঘটনা কোনোদিন ঘটে নাই। প্রশাসনের লোকজন এসেছে, তারা তদন্ত করে বিষয়টি দেখছে।’