বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আ.লীগের সম্মেলনে টোকাই কোত্থেকে আনছেন, স্বপনের প্রশ্ন

  •    
  • ২৯ নভেম্বর, ২০২২ ২১:২৩

নেতা-কর্মীদের শোক প্রস্তাবের পর স্বপন মাইক হাতে নিয়ে বলেন, 'এখানে টোকাইগুলো কোত্থেকে আনছেন। যখন শোক প্রস্তাব হয় তখন যারা স্লোগান দেয়, তালি দেয়, এরা কি রাজনৈতিক কর্মী?'

নোয়াখালী সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের সম্মেলনে বিশৃঙ্খল অবস্থা দেখে চরম ক্ষুব্ধ হয়েছেন দলটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

মঙ্গলবার সম্মেলনে প্রয়াত নেতা-কর্মীদের উদ্দেশে শোক প্রস্তাবের পর স্বপন মাইক হাতে নিয়ে বলেন, 'এখানে টোকাইগুলো কোত্থেকে আনছেন। যখন শোক প্রস্তাব হয় তখন যারা স্লোগান দেয়, তালি দেয়, এরা কি রাজনৈতিক কর্মী?'

এ সময় সমাবেশে উপস্থিতি নিয়ে মঞ্চের নেতাদের উদ্দেশে স্বপন বলেন, 'বাংলাদেশের কোনো ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনও এতটুকু প্যান্ডেলে হয় না। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নিজের জেলায় একখান প্যান্ডেল বানাইছে, কুড়িগ্রামের সবচেয়ে গরিব এলাকা উজিরপুরের আওয়ামী লীগের সম্মেলনের প্যান্ডেলও এর চেয়ে বড় হয়। এটাকে কি পথসভা বলে নাকি সম্মেলন বলে? লজ্জা শরম থাকা উচিত।

‘আমি খুব আশা করে নোয়াখালী এসেছিলাম। দুটি উপজেলার সম্মেলন। আমি এসে সামনে দেখব দাড়ি পাকা চুল পাকা অন্তত দুই হাজার আওয়ামী লীগের প্রবীণ নেতা-কর্মী বসে থাকবেন। কিন্তু আমি যাদের দেখতেছি, আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদও তাদের নাই। এখনও যুবলীগ করারই বয়স হয়নি। ছাত্রলীগের কর্মী তাদের বুকের মধ্যে ব্যাজ লাগায়ে নিয়ে এসে আমাকে দেখাচ্ছেন আপনাদের লোক আছে। লোক কয়জন আছে আমি হাতে গুনে বলে দেব।'

তিনি আরও বলেন, 'লজ্জা করতেছে না যারা প্রার্থী হয়েছেন? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যখন বক্তব্য দেন তখন সারা বাংলাদেশের মানুষ পিনপতন নীরবতায় শুনে আর আপনারা নোয়াখালীর মানুষ তখন স্লোগান দেন। কর্মীদের থামাতে পারেন না? আমাদের বুঝান? যদি ভদ্রলোকের মতো সম্মেলন করেন তাহলে বলেন বসি আর না হলে চলে যাই।'

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কৃৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম সেলিম, যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন শাহীন ও শহীদুল্লাহ খান সোহেল, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু এবং উপজেলা চেয়ারম্যান এ কে এম সামছুদ্দিন জেহান।

এ বিভাগের আরো খবর