নেত্রকোণায় প্রায় সাত বছর পর কাল মঙ্গলবার জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হতে যাচ্ছে। বহু কাঙ্ক্ষিত এ সম্মেলনকে ঘিরে চাঙ্গা এখন দলটির স্থানীয় নেতা-কর্মীরা।
সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের পাশাপাশি তাদের কর্মী-সমর্থকদের অগণিত ব্যানার, পোস্টার এবং দুই শতাধিক তোরণে ছেয়ে গেছে সারা শহর। চলছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
সম্মেলনের প্রচার উপকমিটির আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক প্রশান্ত কুমার রায় জানান, বিকাল ২টায় মোক্তারপাড়া মাঠের মুক্তমঞ্চে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান হবে।
উদ্বোধন করবেন- বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি। প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন কেন্দ্রীয় কমিটির অপর যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম এমপি, শফিউল আলম চৌধুরী নাদেল, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় সদস্য মারুফা আক্তার পপি ও উপাধ্যক্ষ রেমন্ড আরেং প্রমুখ।
সম্মেলনে সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান। সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানের পর কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে। তবে দলটির শীর্ষ পর্যায়ের নেতারা জানিয়েছেন, গতবারের মতো এবারও কাউন্সিলদের ভোটগ্রহণ করা হবে না। নেতাদের পরামর্শ ও কর্মী সমর্থকদের মতামত পর্যবেক্ষণ করে কেন্দ্রীয় কমিটি আংশিক কমিটি ঘোষণা করতে পারে।
জানা গেছে, দলটির এক ডজনের বেশি নেতা সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ পেতে আগ্রহ প্রকাশ করেছেন। সভাপতি প্রার্থীদের মধ্যে রয়েছেন- বর্তমান সভাপতি মতিয়র রহমান খান, বর্তমান সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি, বর্তমান যুগ্ম-সম্পাদক ও নেত্রকোনা পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, সাবেক এমপি মঞ্জুর কাদের কোরাইশী, বর্তমান সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আমিরুল ইসলাম, লে. কর্নেল (অব.) নূর খান, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অসিত কুমার সরকার সজলসহ কয়েকজন।
অন্যদিকে সাধারণ সম্পাদক প্রার্থীরা হচ্ছেন- জেলা আওয়ামী লীগর বর্তমান দুই যগ্ম-সম্পাদক নূর খান মিঠু, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক মেয়র প্রশান্ত কুমার রায়, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ইফতেকার উদ্দিন মাসুদ, অধ্যাপক ভজন সরকার, শামছুর রহমান লিটন, সাবেক যুবলীগ নেতা অধ্যাপক ওমর ফারুকসহ কয়েকজন। তাদের অনেকে ইতোমধ্যে কেন্দ্রে গিয়েও লবিং করেছেন।
নেত্রকোণা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টিটু দত্ত রায় বলেন, ‘প্রার্থীদের অনেকেই যোগ্য। আশা করি, কেন্দ্রীয় কমিটি স্থানীয় নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে দলের জন্য নিবেদিতপ্রাণ, ত্যাগী ও সৎ নেতাদের মূল্যায়ণ করে একটি গ্রহণযোগ্য কমিটি ঘোষণা করবে।’
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামছুর রহমান লিটন জানান, এর আগে ২০১৬ সালের ২৩ ফেব্রুয়ারি নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়। ওই সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন যথাক্রমে মতিয়র রহমান খান ও বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু।
এরপর ২০১৮ সালে ৭১ সদস্যবিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটির অনুমোদন হয়।
এদিকে জেলার সম্মেলনকে সামনে রেখে ইতোমধ্যে সাত উপজেলা শাখার সম্মেলন হলেও পূর্বধলা, মোহনগঞ্জ ও আটপাড়া উপজেলা শাখার সম্মেলন হয়নি। জেলা সম্মেলনে অন্তত ৫০ হাজার নেতাকর্মীর সমাবেশ করার প্রস্তুতি গ্রহণ করেছে দলটি। সম্মেলনকে ঘিরে প্রত্যেকের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।