বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাংলাদেশিকে পিটিয়ে হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

  •    
  • ২৭ নভেম্বর, ২০২২ ১৫:০৬

১৫ বিজিবি লালমনিরহাটের অধিনায়ক মো. তৌহিদুল আলম নিউজবাংলাকে বলেন, ‌'একজন মারা গেছে, সেটি শুনেছি। তবে গণপিটুনিতে মারা গেছে কি না, সেটি বলতে পারব না। লাশের গায়ে কোনো ক্ষতচিহ্ন দেখা যায়নি।'

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে এক বাংলাদেশিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রোববার রাত দেড়টার দিকে উপজেলার গেন্দুকুড়ি সীমান্তে ভারতের কাঁসারপাড়া ক্যাম্পের বিএসএফের টহল দলের সদস্যরা ওই ঘটনা ঘটান।

নিহত গরু ব্যবসায়ী ২৮ বছর বয়সী মো. সরিফুল ইসলাম সাদ্দাম গেন্দুকুড়ি সীমান্ত এলাকার আছিম উদ্দিনের ছেলে।

১৫ বিজিবি লালমনিরহাটের অধিনায়ক মো. তৌহিদুল আলম নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, সরিফুল ইসলাম সাদ্দাম গরু পারাপারকারী চক্রের সদস্যদের সঙ্গে সীমান্ত দিয়ে ভারতে ঢুকলে তাকে আটক করে বিএসএফ। এ সময় বিএসএফের সদস্যরা তাকে পিটুনি দিলে ঘটনাস্থলেই অর্ধমৃত হয়ে পড়েন তিনি।

পরে বিএসএফের সদস্যরা সীমান্তের এপারে ওই যুবককে ফেলে দিয়ে চলে যান। পরে উদ্ধার করে চিকিৎসাার জন্য হাসপাতালে নেয়ার আগেই মারা যান সরিফুল ইসলাম।

১৫ বিজিবি লালমনিরহাটের অধিনায়ক মো. তৌহিদুল আলম নিউজবাংলাকে বলেন, 'একজন মারা গেছে, সেটি শুনেছি। তবে গণপিটুনিতে মারা গেছে কি না, সেটি বলতে পারব না। লাশের গায়ে কোনো ক্ষতচিহ্ন দেখা যায়নি।'

এর আগে ৯ নভেম্বর লালমনিরহাটের লোহাকুচি মহিষতুলি সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হন।

এ বিভাগের আরো খবর