শহরের বিভিন্ন জায়গায় বড় পর্দায় দেখানো হয় আর্জেন্টিনা বনাম মেক্সিকোর খেলা। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেখানে একসঙ্গে খেলা দেখেন।
মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনার জয়ে আনন্দ মিছিল করেছেন শেরপুরের সমর্থকরা। খেলা শেষ হওয়ার পরই আনন্দ-উল্লাসে মেতে ওঠেন তারা। এ সময় স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে শেরপুরের বিভিন্ন এলাকা।
এর আগে শহরের বিভিন্ন জায়গায় বড় পর্দায় দেখানো হয় আর্জেন্টিনা বনাম মেক্সিকোর খেলা। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেখানে একসঙ্গে খেলা দেখেন।
আর্জেন্টিনার সমর্থক আসিফ বলেন, ‘আবার প্রমাণ হলো, মেসিই সেরা। আমরা এবার বিশ্বকাপ নিয়ে ফিরব। মেসি আমাদের হতাশ করবে না।’
আরেক সমর্থক রুবেল বলেন, ‘আর্জেন্টিনা প্রথমে কষ্ট দেয়, তারপর জয় ছিনিয়ে আনে। প্রথম ম্যাচ হারার পর অনেক কথা শুনেছি। তাই বলে আমরা থেমে যাওয়ার পাত্র নই। এবার কাপ আমরাই নিব।’