রাজধানীর বংশালে রাস্তা পারাপারের সময় লেগুনার ধাক্কায় সালমা বেগম নামে মধ্যবয়সী এক নারীর মৃত্যু হয়েছে। নরসিংদীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ হারিয়েছেন মোহাম্মদ সবুজ মিয়া নামে পুলিশের একজন উপপরিদর্শক।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে রাস্তা পার হওয়ার সময় লেগুনার ধাক্কায় সালমা বেগম গুরুতর আহত হন। এ সময় এক পুলিশ সদস্য সালমার কাছে থাকা মোবাইল ফোন থেকে স্বজনদের ফোন দিলে তারা এসে সালমাকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে রাত ১টায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর সাড়ে ৬টার দিকে তিনি মারা যান।
ঢামেক হাসপাতালে মনির হোসেন নামে এক যুবক বলেন, ‘আমার শাশুড়ি সুরিটোলায় বোনের বাসা থেকে মোগলটুলীর বাসায় যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় বংশাল নর্থ সাউথ রোডে লেগুনার ধাক্কায় আহত হন।’
অপর ঘটনায় শনিবার নরসিংদীর শিবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোহাম্মদ সবুজ মিয়া নামে পুলিশের একজন উপপরিদর্শক (এসআই) নিহত হন।
তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে আসা ডেমরা থানার এসআই ফারুক মোল্লা বলেন, ‘এসআই সবুজের নাইট ডিউটি ছিল। শনিবার ডেমরা থানা থেকে মোটরসাইকেলে নরসিংদী যাওয়ার পথে আমতলা এলাকায় সকাল ৯টার দিকে কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে দুপুর পৌনে ১টার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
তিনি জানান, সবুজ মিয়া তিন মাস আগে এসআই পদে ডেমরা থানায় যোগদান করেন। তার বাবার নাম ফিরোজ মিয়া। এক কন্যা সন্তানের জনক সবুজ ডেমরা পুলিশ ফাঁড়িতে থাকতেন। তার গ্রামের বাড়ি নরসিংদীর বেলাব উপজেলার খামারচরে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, বংশালে লেগুনার ধাক্কায় মারা যাওয়া নারী ও কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত পুলিশ সদস্যের মরদেহ ময়না তদন্তের জন্য মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে।