বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফুলেল শ্রদ্ধায় তাজরীন ট্র্যাজেডি স্মরণ

  •    
  • ২৪ নভেম্বর, ২০২২ ১২:৪০

তাজরীন ট্র্যাজেডিতে আহত শ্রমিক নাছিমা আক্তার বলেন, ‘আজ তাজরীন ঘটনার ১০ বছর হয়ে গেল। তারপরও আমরা ন্যায্য ক্ষতিপূরণ পেলাম না। বেঁচে থাকার জন্য শারিরীক ও মানসিক যন্ত্রণা নিয়েই ঝুটের গোডাউনে অল্প বেতনে কাজ করছি। চিকিৎসা না পেয়ে আমাদের বেশ কয়েকজন শ্রমিক মারা গেছেন। সবাই এই দিনটির কথা ভুলে গেলেও আমরা কোনভাবেই ভুলতে পারি না।’

ঢাকার সাভারে ভয়াবহ তাজরীন ফ্যাশন অগ্নিকাণ্ডের ১০ বছর পূর্তিতে হতাহতদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে নিহত শ্রমিকদের স্বজন, আহত শ্রমিক ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।

আশুলিয়ার নিশ্চিন্তপুরে পরিত্যক্ত তাজরীন গার্মেন্টসের সামনে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে প্রতি বছরের মতো জড়ো হতে থাকেন শ্রমিকরা।

পরে নিহত শ্রমিকদের স্বজন, আহত শ্রমিক ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে নিহতদের স্মরণ করা হয়।

এ সময় নিহতদের মাগফিরাত কামনায় দোয়া ও এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে নিহত ও আহত শ্রমিকদের এক জীবন সমপরিমাণ ক্ষতিপূরণসহ পুনর্বাসনের দাবি জানানো হয়।

তাজরীন ট্র্যাজেডিতে আহত শ্রমিক নাছিমা আক্তার সেই দিনের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।

তিনি বলেন, ‘আজ তাজরীন ঘটনার ১০ বছর হয়ে গেল। তারপরও আমরা ন্যায্য ক্ষতিপূরণ পেলাম না। বেঁচে থাকার জন্য শারিরীক ও মানসিক যন্ত্রণা নিয়েই ঝুটের গোডাউনে অল্প বেতনে কাজ করছি। চিকিৎসা না পেয়ে আমাদের বেশ কয়েকজন শ্রমিক মারা গেছেন। সবাই এই দিনটির কথা ভুলে গেলেও আমরা কোনভাবেই ভুলতে পারি না।’

বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট মাহাবুবুর রহমান ইসমাইল বলেন, ‘এটা প্রমাণিত হয়েছে যে, দেশের প্রচলিত আইনে এত বছরেও কর্মস্থলে এত গুলো শ্রমিককে পুড়িয়ে হত্যার বিচার সম্ভব নয়। তাই এমন দুর্ঘটনার জন্য স্পেশাল অ্যাক্ট তৈরি করতে হবে।

‘অপরাধীর যখন বিচার হয় না তখন কর্মস্থলে একের পর এ ধরনের ঘটনা ঘটে। তাই বিশেষ ট্রাইবুনাল গঠন করে তাজরীন ঘটনায় কারখানা মালিক দেলোয়ারসহ দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় গণআন্দোলন গড়ে তোলা হবে।’

এ বিভাগের আরো খবর