বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অজ্ঞাত সেই নারীর পরিচয় মিলেছে

  •    
  • ২০ নভেম্বর, ২০২২ ১৮:২৫

নিহত নারীর স্বজনদের বরাতে পূর্বধলা থানার ওসি সাইফুল ইসলাম জানান, কমলা খাতুন গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরি করতেন। সেখানে ছোট বোনের সঙ্গে থাকতেন।

নেত্রকোণার পূর্বধলা উপজেলার একটি কলাবাগান থেকে গত শনিবার অজ্ঞাত হিসেবে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। এক দিন পর অজ্ঞাত সেই নারীর পরিচয় নিশ্চিত হয়েছে পুলিশ।

শুক্রবার থানা সূত্র জানিয়েছে, মরদেহটি কমলা খাতুন নামে এক পেশাককর্মীর।

২৪ বছর বয়সী কমলা দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের রাত্রা গ্রামের মাহাতাব উদ্দিনের মেয়ে। দুই বছর আগে একই উপজেলার রামবাড়ি গ্রামের হিমেলের সঙ্গে তার বিয়ে হয়েছিল। এক বছর আগে তাদের বিচ্ছেদ হয়।

পূর্বধলা থানার ওসি সাইফুল ইসলাম রোববার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন। ওসি বলেন, ‘ঘটনাটির কিছু ক্লু পাওয়া গেছে। আশা করছি খুব দ্রুততম সময়ে রহস্য উদঘাটিত হবে।’

নিহত নারীর স্বজনদের বরাতে ওসি জানান, কমলা খাতুন গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরি করতেন। সেখানে ছোট বোনের সঙ্গে থাকতেন।

শুক্রবার বিকেল ৪টার দিকে তিনি ডাক্তার দেখানোর কথা বলে বাসা থেকে বের হন। পরদিন (শনিবার) সকালে পূর্বধলা উপজেলার খলিশাউড় ইউনিয়নের বালুচরা বাজারসংলগ্ন তালতলা এলাকার কলাবাগানে তার মরদেহ পাওয়া যায়।

উদ্ধারের সময় মরদেহের পেটে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।

ওসি সাইফুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় শনিবার রাতে নিহত ব্যক্তির বড় ভাই নিজাম উদ্দিন মামলা করেছেন। রহস্য উদঘাটনের পর আসামিদের চিহ্নিত করে ওই মামলায় গ্রেপ্তার করা হবে।’

এ বিভাগের আরো খবর