বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইলিয়াস গুম, গণতন্ত্রও গুম: গয়েশ্বর

  •    
  • ১৯ নভেম্বর, ২০২২ ১৬:৫১

গয়েশ্বর বলেন, ‘ওবায়দুল কাদের খেলা হবে বলতেছে। কিন্তু দরজা বন্ধ করে ঘরের মধ্যে যে খেলা, এটা ছাড়া আর কোনো খেলা তিনি জানেন না।’

সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশে প্রধান বক্তা ও দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘গণতন্ত্রের অবস্থা আজ ইলিয়াস আলীর মতো। ইলিয়াস গুম, গণতন্ত্রও গুম।’

তিনি বলেন, ‘সরকার পুলিশ ও পেটোয়া বাহিনী দিয়ে হামলা করে, বাস-ট্রাক বন্ধ করে সমাবেশকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে। কিন্তু জনগণকে আটকে রাখা যায়নি। তারা ঘর থেকে বেরিয়ে এসেছে। জনগণ সমাবেশ করেছে।’

এ সময় তিনি বাস-ট্রাক বন্ধ করে প্রতিদিন দেশের কত কোটি টাকার ক্ষতি করা হয়েছে, তার জবাব সরকারকে দিতে হবে বলেও হুংকার দেন।

গয়েশ্বর বলেন, ‘ওবায়দুল কাদের খেলা হবে বলতেছে। কিন্তু দরজা বন্ধ করে ঘরের মধ্যে যে খেলা, এটা ছাড়া আর কোনো খেলা তিনি জানেন না। যখন পাপিয়া-পরীমনিরা ধরা পড়ে তখন আওয়ামী লীগ নেতাদের বুক ধড়ফড় করে। বিএনপি আনাড়ি খেলোয়াড়দের সঙ্গে খেলে না। খেলা শিখে আসেন। নিরপেক্ষ সরকার নিয়ে খেলেন। শেখ হাসিনাও জামানত হারাবেন।’

তিনি বলেন, ‘যত টাকা ঋণ করা হয়েছে সেই টাকার সুদ দেয়ার মতো টাকাও কোষাগারে নেই। সরকার লুটে নিয়েছে। গণতন্ত্রের অবস্থা আজ ইলিয়াস আলীর মতো। ইলিয়াস গুম, গণতন্ত্রও গুম। আমরা ইলিয়াস আলীর মতো গণতন্ত্রকেও খুঁজছি।

‘১০ ডিসেম্বরের পর সরকার পতনের আন্দোলনে নামব। সাহস থাকলে ক্ষমতা ছাড়েন।

‘জিয়াউর রহমান খুনের সাথে শেখ হাসিনা জড়িত কি না, তা আমরা খুঁজে বের করব। সব গুম-খুনের বিচার হবে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, ‘সারা বাংলাদেশে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন চলছে।

‘আজ বলতে চাই বাংলাদেশে আর কোনো জুলুম অত্যাচার চলবে না। আমরা দেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠা করব, যেমন করেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান।’

তিনি বলেন, ‘বিএনপি কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। আমরা জনগণের ক্ষমতা জনগনকে ফিরিয়ে দেব। দিনের ভোট আর রাতে করতে দেয়া হবে না।’

বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসেন বলেন, ‘সারা দেশের মানুষ আজ জেগে উঠেছে। শেখ হাসিনার পতন হবে। মানুষের বিজয় হবে। জিনিসপত্রের দাম কমবে। নির্দলীয় সরকার প্রতিষ্ঠিত হবে।’

এ বিভাগের আরো খবর