বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শূন্যরেখায় বাংলাদেশি যুুবকের গলিত মরদেহ

  •    
  • ১৬ নভেম্বর, ২০২২ ১৮:১৮

পরশুরাম পৌরসভার কাউন্সিলর মো. সুমন বলেন, ‘মেজবাহরের খোঁজে সকালে এলাকার লোকজনকে সীমান্তে পাঠালে জঙ্গলের ভেতর লাশ পড়ে থাকতে দেখতে পান। তার মুখের অংশ থেঁতলে গেছে।’

ফেনীর পরশুরামের বাঁশপদুয়া উত্তরপাড়া সীমান্তের নো ম্যানস ল্যান্ডে বাংলাদেশি যুবকের গলিত মরদেহ পেয়েছেন স্থানীয়রা। সেটি উদ্ধারে পুলিশ ও বিজিবি কাজ করছে বলে জানায় স্থানীয় প্রশাসন।

মৃত মো. মেজবাহর বাঁশপদুয়া উত্তরপাড়ার মফিজুর রহমানের ছেলে। তার মরদেহ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় লোকজন দেখতে পান।

মেজবাহরের স্ত্রী মরিয়ম আক্তার জানান, গত সোমবার বিকেলে সীমান্ত এলাকায় যান মেজবাহর। সেখানে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফের সদস্যরা তাকে আটক করে। সেখানে তাকে মারধর করা হয় বলে স্থানীয় লোকজন দেখতে পান। কিছুক্ষণ পর গুলির আওয়াজ পাওয়া যায়। খবর পেয়ে মরিয়ম ও তার পরিচিতরা সেখানে গিয়ে খোঁজাখুঁজি করে মেজবাহরকে পাননি। বুধবার সকালে গিয়ে মরদেহ পড়ে থাকতে দেখেন।

পরশুরাম পৌরসভার কাউন্সিলর মো. সুমন বলেন, ‘মেজবাহরের খোঁজে সকালে এলাকার লোকজনকে সীমান্তে পাঠালে জঙ্গলের ভেতর লাশ পড়ে থাকতে দেখতে পায়। তার মুখের অংশ থেঁতলে গেছে। লাশ এখনও সীমান্তে আছে। আমরা নিশ্চিত এই লাশটি মেজবাহরের।’

পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা শমসাদ বেগমও নিশ্চিত করেছেন, মরদেহটি মেজবাহরের।

ফেনী জায়লস্করের ৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ কে এম আরিফুল ইসলাম জানান, সীমান্তে একটি লাশ পড়ে আছে শুনেছেন। এ বিষয়ে আরও খোঁজখবর নেয়া হচ্ছে।

এ বিভাগের আরো খবর