বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

২০ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

  •    
  • ১৫ নভেম্বর, ২০২২ ১৬:০২

মামলার বরাতে ময়মনসিংহ র‌্যাব-১৪ কার্যালয়ের কোম্পানি অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয় বলেন, ‘২০ বছর বয়সী ওই তরুণীকে কুপ্রস্তাব দিয়ে নানাভাবে উত্ত্যক্ত করত লাল মিয়া। এতে সাড়া না দেয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠে সে। এরই জেরে ২০০২ সালের ৩ জানুয়ারি লাল মিয়া আরও তিনজন সহযোগীকে নিয়ে ওই তরুণীকে অপহরণ করে দলবদ্ধ ধর্ষণ করে।’

নেত্রকোণা সদর উপজেলায় তরুণীকে অপহরণের পর দলবদ্ধ ধর্ষণের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রাজেন্দ্রপুরের শ্রীপুর থানা এলাকা থেকে মঙ্গলবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়।

৪১ বছর বয়সী গ্রেপ্তার লাল মিয়া নেত্রকোণা সদরের কাঞ্চনপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামে তার শ্বশুরবাড়িতে বসবাস করতেন।

ময়মনসিংহ র‌্যাব-১৪ কার্যালয়ের কোম্পানি অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয় নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বরাতে তিনি বলেন, ‘২০ বছর বয়সী ওই তরুণীকে কুপ্রস্তাব দিয়ে নানাভাবে উত্ত্যক্ত করত লাল মিয়া। এতে সাড়া না দেয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠে সে। এরই জেরে ২০০২ সালের ৩ জানুয়ারি লাল মিয়া আরও তিনজন সহযোগীকে নিয়ে ওই তরুণীকে অপহরণ করে দলবদ্ধ ধর্ষণ করে।’

মেজর আখের মুহম্মদ জয় বলেন, ‘এ ঘটনায় ওই তরুণী নেত্রকোণা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। পরবর্তী সময়ে এই মামলায় সাক্ষ্যপ্রমাণ শেষে লাল মিয়ার বিরুদ্ধে ধর্ষণের ঘটনা প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত।

‘তবে এ ঘটনার পর থেকেই পলাতক ছিলেন তিনি। মঙ্গলবার সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পালিয়ে থাকার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাকে। পরে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’

এ বিভাগের আরো খবর