বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইস্তাম্বুলে বিস্ফোরণ: নিরাপদে আছেন বাংলাদেশিরা  

  •    
  • ১৩ নভেম্বর, ২০২২ ২৩:৫৪

ইস্তাম্বুলে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ নূরে-আলম নিউজবাংলাকে জানান, ইস্তাম্বুলের পর্যটন কেন্দ্র ইস্তিকলালে কয়েক হাজার বাংলাদেশির বসবাস। এর বাইরে কিছুসংখ্যক পর্যটকও প্রায় সবসময় এই এলাকায় থাকেন। ইস্তিকলাল অ্যাভিনিউতে বিস্ফোরণের ঘটনায় কোনো বাংলাদেশি হতাহত হওয়ার খবর তারা পাননি।

তুরস্কের ইস্তাম্বুলে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। সবশেষ খবর অনুযায়ী, এই বিস্ফোরণে ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৫৬ জন।

রোববার স্থানীয় সময় বিকেল ৪টা ২০ মিনিটে ইস্তাম্বুলের ইস্তিকলাল অ্যাভিনিউয়ে এ বিস্ফোরণ ঘটে বলে এক টুইট বার্তায় জানিয়েছেন ইস্তাম্বুলের গভর্নর আলি ইয়েরলিকায়া।

এই বিস্ফোরণের কারণ ও কারা এর সঙ্গে জড়িত সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে।

এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী, ইস্তাম্বুলের গভর্নর আলি ইয়ারলিকায়া জানিয়েছেন যে প্রাথমিক রিপোর্ট অনুযায়ী ইস্তিকলাল অ্যাভিনিউয়ে বিস্ফোরণে ৬ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ৫৬ জন। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।

ইস্তাম্বুলে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত কোনো বাংলাদেশি নাগরিক হতাহত ৱহওয়ার খবর মেলেনি। এই অঞ্চলে কয়েক হাজার বাংলাদেশি বসবাস করলেও তাদের সবাই সুস্থ ও নিরাপদ আছেন বলে জানিয়েছে আঙ্কারার বাংলাদেশ দূতাবাস।

ইস্তাম্বুলে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ নূরে-আলম নিউজবাংলাকে জানান, ইস্তাম্বুলের পর্যটন কেন্দ্র ইস্তিকলাল অ্যাভিনিউতে বিস্ফোরণের ঘটনায় কোনো বাংলাদেশি হতাহত হয়নি।

এখানে কয়েক হাজার বাংলাদেশির বসবাস। এর বাইরে কিছুসংখ্যক পর্যটকও প্রায় সবসময় এই এলাকায় থাকেন। তবে আমরা এখন পর্যন্ত কোনো বাংলাদেশি ওই বিস্ফোরণের ঘটনায় হতাহত হওয়ার খবর পাইনি।

এ বিভাগের আরো খবর