ঠাকুরগাঁও সদরে ‘বেপরোয়া গতিতে’ বাইক চালিয়ে প্রাণ হারিয়েছেন মিন্টু ইসলাম ও হাসান আলী নামের দুই যুবক। গুরুতর আহত হয়েছেন একজন।
শনিবার রাত ৮টার দিকে সদর উপজেলার আকচা ইউনিয়নের ফারাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
৩৫ বছর বয়সী মিন্টু ইসলাম উপজেলার সেনুয় ইউনিয়নের চামেশ্বরী গ্রামের গিয়াস উদ্দীনের ছেলে এবং ৩০ বছরের হাসান আলী ফাড়াবাড়ি গ্রামের আফাজউদ্দীনের ছেলে।
ঠাকুরগাঁও সদর থানার ওসি কামাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি জানান, ঠাকুরগাঁও শহর থেকে ফারাবাড়ির দিকে এক মোটরসাইকেলে তিনজন যাচ্ছিলেন। তাদের মোটরসাইকেল ছিল বেপরোয়া গতিতে। ফারাবাড়ি এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছে ধাক্কা লাগে।
তিনি জানান, ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। স্থানীয়রা দুজনকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।
আহত ফিরোজ হাসান ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান ওসি।