বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সোহরাওয়ার্দী উদ্যানের চারপাশ জনসমুদ্র

  •    
  • ১১ নভেম্বর, ২০২২ ১৬:৫৯

সমাবেশস্থলে প্রবেশ করতে না পেরে বিপুল সংখ্যক নেতাকর্মী পাশের রমনা পার্কসহ বিভিন্ন রাস্তা এবং গেটে অবস্থান নিয়েছে, ছড়িয়ে পড়েছে উদ্যানের সমাবেশস্থলের চতুর্দিকেও। সোহরাওয়ার্দী উদ্যান এবং এর চারপাশ যেন জনসমুদ্র।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগ আয়োজিত যুব মহাসমাবেশে নেতাকর্মীদের ঢল নেমেছে। সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ। চারপাশের রাস্তাগুলোও জনসমাগমে পরিপূর্ণ।

সমাবেশস্থলে প্রবেশ করতে না পেরে বিপুল সংখ্যক নেতাকর্মী পাশের রমনা পার্কসহ বিভিন্ন রাস্তা এবং গেটে অবস্থান নিয়েছে, ছড়িয়ে পড়েছে উদ্যানের সমাবেশস্থলের চতুর্দিকেও। সোহরাওয়ার্দী উদ্যান এবং এর চারপাশ যেন জনসমুদ্র।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, মল চত্বর, ভিসি চত্বর, শাহবাগ, দোয়েল চত্বর, সোহরাওয়ার্দী উদ্যান ও তার আশপাশের এলাকা, শাহবাগ, মৎস্য ভবন, রমনা, এলিফ্যান্ট রোড, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, দোয়েল চত্বরসহ সোহরাওয়ার্দী উদ্যানের চার দিকেই নেতাকর্মীরা অবস্থান করছেন।

শুক্রবার সকাল থেকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হন আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা। জুমার নামাজের পর তাদের ঢল নামে। নামাজের আগে সমাবেশ স্থলে প্রবেশ করা নেতাকর্মীরা সেখানেই নামাজ সেরে নেন।

সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে যুবলীগ নেতাকর্মীদের ঢল

সুবর্ণজয়ন্তী উপলক্ষে সারা দেশে থেকে আসা সংগঠনটির নেতা, কর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষী- নিজ নিজ ইউনিটের পছন্দ ও মনোনিত রঙের টি-শার্ট ও ক্যাপ পরে হাজির হন। কোনো ইউনিট লাল রঙের টি শার্ট ও ক্যাপ, কোনো ইউনিট সবুজ, কোনো ইউনিট কমলা, কোনো ইউনিট হলুদ, কোনো ইউনিট নীল বা বেগুনি রঙ পরে পুরো আয়োজনকে রংধনু রঙে রাঙিয়ে দিয়েছে।

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের নেতাকর্মীরা লাল টি-শার্ট ও টুপি পরেছেন। ঢাকা উত্তর যুবলীগের নেতাকর্মীদের মাথায় সবুজ টুপি ও হাতে দলীয় পতাকা। নোয়াখালী জেলা যুবলীগের লাল টি-শার্ট ও টুপি এবং পূর্বধলা থেকে আসা নেতাকর্মীরা হলুদ টি-শার্ট ও টুপি পরেছেন।

সন্দ্বীপ উপজেলা যুবলীগের নেতাকর্মীরা অংশ নিয়েছেন কমলা রঙের টি-শার্ট ও টুপি পরে।

সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে যুবলীগ নেতাকর্মীদের ঢল

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা যুবলীগের নেতাকর্মীদের শুধু লাল-সবুজ টুপি দেওয়া হয়েছে। এছাড়া নীল গেঞ্জি ও টুপি এবং হলুদ গেঞ্জি ও হলুদ টুপি পরেও বিপুল পরিমাণ নেতাকর্মী যুবলীগের মহাসমাবেশে এসেছেন। যুবলীগ মহানগর উত্তর ও দক্ষিণ শাখার আগামী দিনের পদপ্রত্যাশীদের ছবিও রয়েছে অনেক নেতাকর্মীর গেঞ্জিতে।

আছেন তারকারাও যুবলীগের যুব মহাসমাবেশে যোগ দিয়েছেন চিত্রনায়ক রিয়াজ ও ফেরদৌস। এ সময় সমাবেশে অভিনেতা চঞ্চল চৌধুরী যোগ দিয়ে গেয়েছেন ‘সাদা সাদা, কালা কালা’ গান। সংসদ সদস্য এবং লোক গায়িকা মমতাজও বেশ কয়েকটি গান পরিবেশন করেন।

এ বিভাগের আরো খবর