শরীয়তপুরের জাজিরায় ভেজাল মদ তৈরির বিপুল পরিমাণ কেমিক্যাল ও সরঞ্জামসহ ১ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার ভোর ৫টার দিকে কাজিরহাট বাজারে শাহীন মাদবরের বাড়িতে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।
আটক শাহীন মাদবর জাজিরা থানার চরকান্দি গ্ৰামের আবুল বাশার মাদবরের ছেলে।
শরীয়তপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক অপূর্ব বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করেছেন।
অপূর্ব বিশ্বাস জানান, দীর্ঘদিন যাবৎ বিষাক্ত রেকটিফাইড স্পিরিট মিশিয়ে ভেজাল মদ তৈরি করে আসছিলেন স্থানীয় মাদক কারবারি শাহীন মাদবর।
গোপন সংবাদের ভিত্তিতে শাহীনের বাসায় অভিযান চালিয়ে ৫ বোতল বিদেশি মদ, ভেজাল মদ তৈরির ১৯২ বোতল অ্যালকোহল ও ২০ লিটার রেকটিফাইড স্পিরিট জব্দ করা হয়।
এ সময় ভেজাল মদ তৈরি করে বিক্রির অভিযোগে শাহীনকে আটক করা হয়। শাহীনের বিরুদ্ধে জাজিরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।