কোনো ডিসেম্বরেই বিএনপিকে ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, এখন ছাড় দিলেও ডিসেম্বরে বিএনপিকে কোনো ছাড় দেয়া হবে না। ডিসেম্বরেই খেলা হবে, প্রস্তুত হয়ে যান।
শনিবার ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে মধ্যবাড্ডা ইউলুপের কাছে প্রধান সড়কে শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।
কাদের বলেন, ‘ডিসেম্বরে রাজপথ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির দখলে থাকবে, বিএনপির থাকবে না। ডিসেম্বরজুড়ে রাজপথ আওয়ামী লীগের দখলে থাকবে। এই ডিসেম্বরে আন্দোলনের শেষ খেলা হবে, আর আগামী বছরের ডিসেম্বরে ফাইনাল খেলা হবে, সে খেলা নির্বাচনের খেলা।’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তত্ত্বাবধায়ক সরকারের ভূত মাথা থেকে নামান। তত্ত্বাবধায়ক সরকার আদালত বাতিল করে দিয়েছে। এ তত্ত্বাবধায়ক সরকার জাদুঘরে চলে গেছে। তত্ত্বাবধায়ক সরকার আর ফিরে আসবে না।
বিএনপির বরিশালের সমাবেশের প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের বলেন, ‘ওখানে (বরিশাল) ছয় জেলার লোক, আর এখানে (বাড্ডা) ছয় থানার লোক। তাতেই বরিশালের সমাবেশের চেয়ে বেশি জমায়েত হয়েছে।’
বিদেশিদের দিয়ে বিএনপি বিভিন্ন নালিশ দিচ্ছে জানিয়ে বলেন, বিএনপি খালি নালিশ করে, কিন্তু দেখেন কার সমাবেশ কত বড়, কার শক্তি বেশি।
ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ সময় বলেন, ‘বিএনপির বিরুদ্ধে খেলা হবে, ভোট চুরির বিরুদ্ধে খেলা হবে। খেলা হবে-খুনিদের বিরুদ্ধে, ১৫ আগস্ট ও ২১ আগস্টের খুনি ও মাস্টারমাইন্ডেদের বিরুদ্ধে। খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে। মোকাবিলা হবে, আন্দোলন-নির্বাচনের খেলা হবে।’
তিনি বিএনপির উদ্দেশে বলেন, নির্বাচন ছাড়া ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখা বন্ধ করুন। আগামী বছর নির্বাচনের প্রস্তুতি নিন।
সমাবেশ আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, স্থানীয় সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতারা।
ওবায়দুল কাদেরের বক্তব্য শেষে সমাবেশে যোগ দেয়া নেতা-কর্মীরা মিছিল বের করেন। মিছিলটি নতুন বাজার এলাকা হয়ে আবার বাড্ডায় এসে শেষ হয়।