বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিএনপির সমা‌বেশস্থলে বন্ধ ফোনের ইন্টারনেট

  •    
  • ৫ নভেম্বর, ২০২২ ১৪:৩৬

নগ‌রের সাগরদী এলাকার বা‌সিন্দা সা‌দিয়া আক্তার বলেন, ‘সকালে বাসায় ওয়াইফাই ব্যবহার করে ইন্টারনেট পে‌লেও বাসা থেকে বের হয়ে মুঠোফোনে ডাটায় আর ইন্টারনেট পাইনি।’

বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশস্থল ও আশপাশের এলাকায় মোবাইল ফোনে ইন্টারনেট-সেবা বিঘ্নিত হচ্ছে।

শনিবার দুপুর থেকে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে এই সমাবেশ শুরু হয়, এর আগে থেকেই বিভিন্ন অপারেটরের সিমকার্ড ব্যবহারকারীরা ফোনে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না।

ফোনে ইন্টারনেট ব্যবহার না করা গেলেও ওয়াইফাইয়ের সংযোগ দিয়ে অনলাইনে যোগাযোগ করতে পারছেন গ্রাহকেরা।

এ নিয়ে কোনো ফোন কোম্পানির বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এক জায়গায় অনেক মানুষের সমাবেশ ঘটায় এ ঘটনা ঘটতে পারে।

স্থানীয় গণমাধ‌্যমকর্মী নুরুল আ‌মিন ব‌লেন, ‘সকাল থে‌কে মোবাইল ফোনের ইন্টার‌নেট-সেবা গ্রহণ কর‌তে পার‌ছেন না। এতে কোনো ছ‌বিও অফি‌সে পাঠা‌তে পা‌রিনি। দুপু‌রে ব্রডব‌্যা‌ন্ডের ইন্টার‌নেট-সেবা প্রতিষ্ঠা‌নে গি‌য়ে ছ‌বি পাঠা‌তে হয়েছে, ত‌বে তা‌তেও ধীরগ‌তি।’

সদর উপজেলার কা‌শিপুর ইউ‌নিয়‌নের বা‌সিন্দা আদনান জানান, তিনি সকাল থেকেই মুঠোফোনে ডাটার মাধ্যমে ইন্টারনেট পাচ্ছেন না। তবে বাসায় ওয়াইফাই ব্যবহার করে ইন্টারনেট পাচ্ছেন।

নগ‌রের সাগরদী এলাকার বা‌সিন্দা সা‌দিয়া আক্তার বলেন, ‘সকালে বাসায় ওয়াইফাই ব্যবহার করে ইন্টারনেট পে‌লেও বাসা থেকে বের হয়ে মুঠোফোনে ডাটায় আর ইন্টারনেট আর পাইনি।’

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সিদ্ধান্তে নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্য বৃদ্ধি, কয়েকটি জায়গায় নেতা-কর্মীকে হত্যার অভিযোগ, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং দেশব্যাপী দলীয় নেতা-কর্মীদের ওপর হামলা-মামলার প্রতিবাদে বিভাগীয় গণসমাবেশ করছে বিএনপি।

এ বিভাগের আরো খবর