টাঙ্গাইলের মির্জাপুরে নির্মাণাধীন ভবনের লিফট জন্য তৈরি করা গর্ত থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
উপজেলার গোড়াই ইউনিয়নের সোহাগপুর এলাকায় শুক্রবার রাতে এ ঘটনা ঘটেছে। পুলিশের ধারণা, খেলতে গিয়ে তারা গর্তে পড়ে মারা গেছে।
মৃত শিশুরা হলো- ওই এলাকার লাল চাদের ছেলে ৩ বছরের আব্দুল্লাহ ও একই এলাকার ফজলুল করিমের ৩ বছরের মেয়ে খাদিজা।
মির্জাপুর থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম এসব নিশ্চিত করেছেন।
তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, বেলা সাড়ে ৪টার দিকে প্রতিবেশী দুই শিশু খেলার জন্য বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় তাদের খোঁজাখুঁজি করতে বের হয় পরিবারের সদস্যরা। পরে ওই এলাকার খোরশেদ আলমের নির্মানাধীন ভবনের লিফটের গর্তে দুই শিশুর মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা তা দেখে পরিবারের লোকজনকে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
ওসি আরও জানান, মরদেহদুটির দেহে আঘাতের কোনো চিহ্ন ছিল না। ধারণা করা হচ্ছে খেলতে গিয়েই তারা অসাবধানতায় ওই গর্তে পড়ে যায়।