বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার অভিযোগ, মাদ্রাসাশিক্ষক কারাগারে

  •    
  • ৪ নভেম্বর, ২০২২ ২২:০১

রেশমার বাবা আবু বক্কর বলেন, ‘রেশমার মাথা ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। যৌতুকের দাবিতে তাকে পিটিয়ে হত্যার পর মোস্তফা ও তার পরিবারের লোকজন আত্মহত্যা করেছে বলে প্রচার করছে। আমার মেয়েটাকে হত্যা করা হয়েছে।’

নওগাঁর ধামইরহাটে যৌতুকের জন্য রেশমা খাতুন নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় করা মামলায় রেশমার স্বামী মাদ্রাসা শিক্ষক মোস্তফা কামাল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে তাকে আদালতে নিলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার চককালু গ্রামে পিটিয়ে হত্যা করা হয় রেশমাকে।

এ ঘটনায় শুক্রবার দুপুর ২টার দিকে ধামইরহাট থানায় হত্যা মামলা করেন রেশমার বাবা আবু বক্কর।

ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজী এসব তথ্য নিশ্চিত করেছেন।

মোস্তফা কামাল সরকারের বাড়ি উপজেলার চককালু গ্রামে। তিনি স্থানীয় শিশু দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক এবং আলমপুর ইউনিয়ন যুবদল নেতা।

৩০ বছর বয়সী রেশমা খাতুন জয়পুরহাট সদরের বাঁশকাটা গ্রামের আবু বক্করের মেয়ে।

মামলার বিবরণে বলা হয়, ৬ বছর আগে রেশমা খাতুনের সঙ্গে মোস্তফা কামাল সরকারের বিয়ে হয়। বিয়ের সময় চার লাখ টাকা যৌতুক চুক্তির দুই লাখ টাকা নগদ পরিশোধ করা হয়। বাকি দুই লাখ টাকা যৌতুক দিতে দেরি হওয়ায় রেশমাকে প্রায়ই মারপিট করতেন কামাল। তাদের দুই বছর একটি ছেলে সন্তান রয়েছে।

যৌতুক দাবির ঘটনায় একাধিকবার পারিবারিকভাবে বৈঠক করে অল্প-অল্প করে পরিশোধ করার জন্য সিদ্ধান্ত হয়। বৃহস্পতিবার রাত ১টার দিকে রেশমা স্ট্রোক করেছেন বলে মোস্তফা কামাল তার শ্বশুর আবু বক্করকে মোবাইল ফোনে জানান। রাতেই গিয়ে রেশমাকে মৃত পান তার বাবা ও আত্মীয়-স্বজনরা।

রেশমার বাবা আবু বক্কর বলেন, ‘রেশমার মাথা ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। যৌতুকের দাবিতে তাকে পিটিয়ে হত্যার পর মোস্তফা ও তার পরিবারের লোকজন আত্মহত্যা করেছে বলে প্রচার করছে। আমার মেয়েটাকে হত্যা করা হয়েছে।’

রেশমার বড় ভাইয়ের স্ত্রী আসুমা খাতুন বলেন, ‘চার লাখ টাকা যৌতুক চুক্তিতে বিয়ের পরই দুই লাখ টাকা পরিশোধ করা হয়েছে। যৌতুকের বাকি টাকা পরিশোধ করতে দেরি হওয়ায় রেশমাকে মারধর করতেন মোস্তফা কামাল।রেশমাকে যে এভাবে মেরে ফেলা হবে তা ভাবতে পারছি না।’

ধামইরহাট থানার ওসি জানান, রেশমার মাথাসহ শরীরের কয়েকটি স্থানে আঘাতে চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আবু বক্করের করা হত্যা মামলায় মোস্তফা কামালকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে নিলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ বিভাগের আরো খবর