লালমনিরহাটের কালীগঞ্জে তিস্তা নদীতে ধরা পড়েছে একটি রুপালি ইলিশ।
শুক্রবার দুপুরে উপজেলার ভোটমারী ইউনিয়নের ভুল্লারহাট এলাকায় ধরা পড়ে ইলিশটি।
জেলেদের বরাতে জানা গেছে, প্রতিদিনের মতো শুক্রবার সকালে উপজেলার আমিনগঞ্জ এলাকার আনোয়ার হোসেন শখের বসে চার জেলের সঙ্গে তিস্তা নদীতে মাছ ধরতে যান।
মাছ ধরতে ধরতে ভুল্লারহাট এলাকায় পৌঁছালে তার ঝাঁকি (পাকজাল) জালে অন্যান্য মাছের সঙ্গে একটি রুপালি ইলিশ উঠে আসে। প্রায় ৫০০ গ্রাম ওজনের ইলিশটি পেয়ে আনোয়ার হোসেন বেশ খুশি।
তিস্তা নদীতে জেলেদের জালে রুপালি ইলিশ ধরার খবরটি দ্রুত ছড়িয়ে যায় আশপাশের এলাকায়। পরে অনেকেই মাছটি দেখতে ভিড় জমায়।
ইলিশ ধরার বিষয়ে আনোয়ার হোসেন বলেন, ‘শখের বশে বাড়ির ঝাঁকি জাল নিয়ে স্থানীয় জেলেদের সঙ্গে তিস্তায় মাছ ধরতে যাই। ভুল্লারহাট পৌঁছালে আমার জালে একটি ইলিশ মাছ উঠে আসে। এই নদীতে আমার জালে ইলিশ ধরা পড়বে ভাবতেই পারিনি। তিস্তায় ইলিশ পেয়ে ভালই লাগল।’