বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গৃহবধূ ও যুবককে লাঞ্ছনার মামলায় গ্রেপ্তার ৪

  •    
  • ৪ নভেম্বর, ২০২২ ১৮:৪২

ওই গৃহবধূ নির্যাতন ও সামাজিকভাবে হেনস্থার অভিযোগ এনে ১৩ জনের নামে ও অজ্ঞাতপরিচয় ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতেই মামলা করেছেন।

নাটোরের সিংড়ায় গৃহবধূ ও এক যুবককে জুতার মালা পরিয়ে লাঞ্ছনার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উপজেলার ভেংড়ী গ্রাম থেকে বৃহস্পতিবার রাতেই তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলেন ওই গ্রামের আব্দুর হামিদ, আব্দুস সালাম, হাফিজুর রহমান ও মো. ইব্রাহীম।

সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম এসব নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই গৃহবধূ নির্যাতন ও সামাজিকভাবে হেনস্থার অভিযোগ এনে ১৩ জনের নামে ও অজ্ঞাতপরিচয় ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতেই মামলা করেছেন। অন্য আসামিদেরও গ্রেপ্তার করা হবে।

ভেংড়ী গ্রামে বৃহস্পতিবার দুপুরে লাঞ্ছনার এই ঘটনা ঘটে।

পুলিশ পরিদর্শক রফিকুল জানান, বুধবার রাতে বিয়েবহির্ভূত সম্পর্কের অভিযোগ তুলে ওই নারী ও যুবককে গাছের সঙ্গে বেঁধে রাখে এলাকার লোকজন। পরদিন সকালে তাদের নিয়ে সালিশ ডাকা হয়। সেখানে বিচারকের ভূমিকায় ছিলেন আনোয়ার হোসেন, আব্দুল মান্নান, হান্নান আলী, আফসার আলীসহ কয়েকজন।

রফিকুল জানান, সালিশে প্রবাসীর স্ত্রীকে ১০০টি বেত্রাঘাত ও জুতার মালা পরিয়ে সারা গ্রাম ঘোরানোর রায় দেয়া হয়। ওই যুবককেও ১০০টি বেত্রাঘাত ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রবাসীর স্ত্রীকে জুতার মালা পরিয়ে গ্রাম ঘোরানোর ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। পরে পুলিশ গিয়ে ওই নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ বিভাগের আরো খবর