বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

লেগুনার পেছনে ঝুলছিল শিশু, প্রাণ নিয়ে চলে গেল ট্রাক

  •    
  • ৪ নভেম্বর, ২০২২ ১৪:১২

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, ‘লেগুনার চালক শামীমকে জিজ্ঞাসাবাদের জন্য ক্যাম্পে আটক করেছি। বিষয়টি শাহআলী থানাকে জানানো হয়েছে।’

রাজধানীতে লেগুনায় ঝুলতে থাকা এক শিশুর প্রাণ গেছে ট্রাকের ধাক্কায়।

শুক্রবার সকালে মিরপুরের জাহানারাবাদ বেড়িবাঁধ এলাকায় আহত হওয়া ওই শিশুর মৃত্যু হয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে।

নিহতের নাম ও পরিচয় জানা যায়নি। তার বয়স প্রায় ১২ বছর।

পুলিশ জানিয়েছে, সকাল ৭টার দিকে দুর্ঘটনায় পড়ে শিশুটি। পরে দুটি হাসপাতাল ঘুরে ঢামেকে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটিকে নিয়ে হাসপাতালে আসা লেগুনাচালক মো. শামীম ও লেগুনার হেলপার সাব্বির রহমান জানান, গাবতলী পর্বতা এলাকা থেকে লেগুনায় যাত্রী নিয়ে মিরপুর-১ নম্বরের দিকে যাচ্ছিলেন তারা। তখন ওই শিশুসহ আরও একটি শিশু বড় বাজার থেকে লেগুনার পেছনে উঠে দাঁড়ায়। তারা শাহআলী দিয়াবাড়ী নামবে বলে জানায়।

তারা জানান, লেগুনা জাহানারাবাদ বেড়িবাঁধ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক প্রথমে একটি রিকশাকে ধাক্কা দেয়। পরে লেগুনাকে ধাক্কা দিলে রাস্তার ওপর ছিটকে পড়ে মাথায় গুরুতর জখম হয় শিশুটি।

লেগুনার চালক ও হেলপার জানান, পরে শিশুটিকে উদ্ধার করে প্রথমে মিরপুর সেলিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যালে আনা হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক ) মো. বাচ্চু মিয়া বলেন, ‘লেগুনার চালক শামীমকে জিজ্ঞাসাবাদের জন্য ক্যাম্পে আটক করেছি। বিষয়টি শাহআলী থানাকে জানানো হয়েছে।’

এ বিভাগের আরো খবর