পথশিশুদের জন্য তহবিল সংগ্রহ করতে ‘কার্নিভাল অফ হোপ’ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে টুগেদার ফর বাংলাদেশ।
রাজধানীর ধানমন্ডির সেলিব্রেটি কনভেনশন সেন্টারে রোববার অনুষ্ঠানটি হয়।
টুগেদার ফর বাংলাদেশ সম্মিলিতভাবে ‘স্ট্যান্ড আপ ঢাকা’ এবং ১১ জন সঙ্গীত শিল্পীর সঙ্গে অনুষ্ঠানটি আয়োজন করে।
রায়হান ইসলাম শুভ্র, রোমেল অ্যান্ড ফ্রেন্ডস, কাকতাল এবং আয়নুস মহল্লা তাদের সুরের মূর্ছনায় গোটা অনুষ্ঠানটি মনোমুগ্ধকর করে রাখে।
টুগেদার ফর বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও টিম লিড এস এম নাজমুস সাকিব বলেন, ‘কার্নিভাল অফ হোপ অন্য কনসার্ট বা বিনোদন ইভেন্টের চেয়ে বেশি কিছু। যেসব বাচ্চাদের অন্যদের তুলনায় একটু বেশি সাহায্য এবং সমর্থন প্রয়োজন তাদের মুখে হাসি নিয়ে আসার জন্য এটি আমাদের সম্মিলিত প্রচেষ্টা। আমরা সবাই জানি, আশাই আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যায়।’