বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে দাবি করে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, এর ফলেই দেশ সঠিকভাবে এগিয়ে যাচ্ছে।
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার আব্দুর রউফ চৌধুরী অডিটরিয়ামে শনিবার বেলা সাড়ে ১১টায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবার হত্যার পর স্বাধীনতাবিরোধীরা পুলিশ বাহিনীকে ক্ষমতার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। ওই সময় তারা রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা সৃষ্টি করেছিল। সে কারণে দেশ সঠিকভাবে এগিয়ে যেতে পারেনি।
‘কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশব্যাপী কমিউনিটি পুলিশিং কমিটি গঠন করে পুলিশ ও জনতার মধ্যে সু সম্পর্ক স্থাপন করেছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলেই দেশ সঠিকভাবে এগিয়ে যাচ্ছে।’
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা সভায় আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আসলাম উদ্দীন, কাহারোল সার্কেলের সিনিয়র পুলিশ সুপার রওশন আলী, বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছন্দা পাল, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র আসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার আলীসহ আরও অনেকে।