রাজধানীর শেরেবাংলা নগরে শুরু হয়েছে ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলন।
বেলা ২টা ৫০ মিনিটে কোরআন তিলাওয়াতের মাধ্যমে শেরেবাংলা নগর এলাকায় বাণিজ্য মেলার পুরাতন মাঠে এই কর্মসূচি শুরু হয়। সম্মেলন পরিচালনা করছেন ক্ষমতাসীন দলটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।
এ ছাড়া সম্মেলনস্থলে ইতোমধ্যে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেনসহ ঢাকা মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতারা। আরও উপস্থিত হয়েছেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ, দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনাম আহমেদ, পনিরুজ্জামান তরুণসহ শীর্ষস্থানীয় নেতারা।
পৌঁছেছেন অন্যান্য কেন্দ্রীয় নেতা এবং আমন্ত্রিত বক্তারা। বিপুলসংখ্যক নেতা-কর্মীর আগমনে প্রায় ভরে উঠেছে বাণিজ্য মেলার পুরাতন মাঠ। ক্ষণে ক্ষণে স্লোগান দিয়ে তারা মুখর করে তুলছেন সম্মেলনস্থল।
সম্মেলন উপলক্ষে সেখানে তৈরি করা হয়েছে বিশাল নৌকা আকৃতির একটি মঞ্চ। লাল-নীল পতাকাসহ রঙিন কাগজে ছেয়ে ফেলা হয়েছে সম্মেলনস্থল। দুপুর দেড়টার দিকে সেখানে মিছিল নিয়ে আসে ঢাকা জেলা মহিলা লীগ।
দীর্ঘ আট বছর পর হতে যাচ্ছে ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলন। এ সম্মেলনে এক লাখেরও বেশি মানুষ জমায়েত করে বিএনপির সাম্প্রতিক সমাবেশগুলোর জবাব দিতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ, এমনটি আগেই জানিয়েছেন একাধিক শীর্ষ নেতা।
আজকের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিশেষ অতিথি থাকবেন সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, কামরুল ইসলাম; যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী দীপু মনি, আ ফ ম বাহাউদ্দিন নাছিম; বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনসহ অন্য কেন্দ্রীয় নেতারা।
এই সম্মেলনে উপস্থিত থেকে আরও বক্তব্য দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপু।