বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বেইলি ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খালে, যান চলাচল বন্ধ

  •    
  • ২৮ অক্টোবর, ২০২২ ১৯:০৯

বাগেরহাটের সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন জানান, ট্রাকটি মোল্লাহাট উপজেলার মাদ্রাসা ঘাট হতে নাশুখালীর দিকে যাচ্ছিল। ব্রিজের ওপর উঠেই এটি র‍্যালিংয়ে ধাক্কা দেয়।

বাগেরহাটের মোল্লাহাটে বেইলি ব্রিজের রেলিংয়ে ধাক্কা দিয়ে খালে পড়ে গেছে বালুবোঝাই একটি ট্রাক।

খুলনা-মাওয়া পুরাতন মহাসড়কের গাওলা পাগলা বাজার এলাকায় শুক্রবার সকালে এই দুর্ঘটনা ঘটে। তখন থেকেই ব্রিজ দিয়ে যান চলাচল বন্ধ আছে।

বাগেরহাটের সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন জানান, ট্রাকটি মোল্লাহাট উপজেলার মাদ্রাসা ঘাট হতে নাশুখালীর দিকে যাচ্ছিল। ব্রিজের ওপর উঠেই এটি র‌্যালিংয়ে ধাক্কা দেয়। র‌্যালিং ভেঙে ট্রাকটি খালে পড়ে যায়। স্থানীয়রা জানায়, ধারণক্ষমতার চেয়ে বেশি ওজন থাকায় ব্রিজে ওঠে নিয়ন্ত্রণ হারায় ট্রাকটি।

ফরিদ উদ্দিন বলেন, ‘খাল থেকে ট্রাকটি তোলার জন্য ক্রেন আনা হচ্ছে। রাতের মধ্যেই ক্রেন চলে আসবে। ট্রাকটি তোলার পরে, ক্ষতিগ্রস্ত ব্রিজের সংস্কার কাজ শুরু করা হবে।

‘আশা করি দ্রুততম সময়ের মধ্যে আমরা এই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করতে পারব।’

এ বিভাগের আরো খবর