মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম ইসলাম প্রিন্সকে ফেনসিডিলসহ আটক করেছে র্যাব-১০। এ সময় তার সঙ্গে থাকা অপর ৩ সহযোগিকেও আটক করা হয়।
মঙ্গলবার রাতে রাজধানীর কেরানীগঞ্জ এলাকার একটি ভাড়া বাসায় এ আটকের ঘটনা ঘটে।
ফাহিমের সঙ্গে আটক হওয়া বাকি সহযোগীরা হলেন- মো. হুমায়ুন কবির, ইমরান মাহমুদ ও মো. শরীফ হোসেন। তারা মাদক ব্যবসায়ী বলে জানায় র্যাব।
র্যাব সূত্র আরও জানায়, মঙ্গলবার রাতে কেরানীগঞ্জ এলাকার জনৈক হাজি কালুর বাড়িতে ফেনসিডিল বিক্রি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে চার মাদক ব্যবসায়ী আত্মগোপনের চেষ্টা করলে তাদের আটক করা হয়। আটকের সময় তাদের কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির ৯ হাজার ৯০ টাকা জব্দ করা হয়।
পরে আটকদের কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি মো. আব্দুস সালাম মিয়া জানান, চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে তোলা হয়েছে।
এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ পাভেল বলেন, ‘ফাহিমের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে এবং তাকে সংগঠন থেকে স্থায়ী বহিষ্কারের জন্য সুপারিশ করা হবে।’