বগুড়ার নন্দীগ্রামে মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কায় বাসের হেলপার নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলার বাসস্ট্যান্ড এলাকার করিম ফিলিং স্টেশনের সামনে বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সহকারীর নাম বাবু মিয়া। তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
নন্দীগ্রাম ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার কহির উদ্দিন দেওয়ান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি বলেন, ‘সিয়াম পরিবহনের একটি বাস বগুড়া থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। একই সময় দুটি বাইক বগুড়ার দিকে যাচ্ছিল। ফিলিং স্টেশনের সামনে বাইক দুটি বাসের মুখোমুখি হলে তাদের সাইড দিতে গিয়ে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয় ওই বাসটি। এতে বাসের সহকারী ঘটনাস্থলেই নিহত হন।’
ওসি আরও বলেন, ‘দুর্ঘটনায় দুজন বাইক আরোহী ও দুজন বাসের যাত্রী আহত হয়েছেন। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।’