বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চবি ছাত্রলীগ নেতাকে পেটালেন ‘কর্মীরা’

  •    
  • ২৫ অক্টোবর, ২০২২ ২৩:৩২

ছাত্রলীগ নেতা গিয়াস উদ্দিন বলেন, ‘সিক্সটি নাইন গ্রুপের আরিফ এবং বাংলার মুখ গ্রুপের শুভ্রের মধ্যে কথা-কাটাকাটি হচ্ছিল। আমি দুজনের মধ্যে বিরোধ মীমাংসা করে দেই। কিছুক্ষণ পর আরিফসহ সিক্সটি নাইনের ১৫-১৬ কর্মী এসে প্রথমে শুভ্রকে মারধর করে। পরে আমাকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা গিয়াস উদ্দিনকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রলীগের উপগ্রুপ সিক্সটি নাইনের কর্মীদের ওপর।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্টেশনে এ ঘটনা ঘটে।

ছাত্রলীগের উপসংস্কৃতিবিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন সংস্কৃত ১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্র।

গিয়াস উদ্দিন নিউজবাংলাকে বলেন, ‘ছাত্রলীগের বগিভিত্তিক উপগ্রুপ সিক্সটি নাইন গ্রুপের আরিফ এবং বাংলার মুখ গ্রুপের শুভ্রের মধ্যে কথা-কাটাকাটি হচ্ছিল। তারা দুজনই ২০-২১ সেশনের। আমি দুজনের মধ্যে বিরোধ মীমাংসা করে দেই। এরপর আমি আর শুভ্র চা খাচ্ছিলাম।

'কিছুক্ষণ পর আরিফসহ সিক্সটি নাইনের ১৫-১৬ কর্মী এসে প্রথমে শুভ্রকে মারধর করে। পরে আমাকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। আমি চোখে গুরুতর আঘাত পেয়েছি। আরেকটু হলে আমি চোখ হারাতাম। ঘটনাটি আমি সিনিয়রদের জানিয়েছি, তারা বিষয়টা দেখবেন।’

অভিযুক্ত আরিফ বলেন, ‘আমি ওই ভাইকে চিনি না। আমার সঙ্গে শুভ্রর কথা-কাটাকাটি হয়েছিল। তখন ও আমার গায়ে হাত দিয়েছিল। ব্যাপারটা বড় করে দেখার মতো কিছু না। যে ভাইটা আটকাইতে আসছিলেন, তিনি হয়তো ওই ভাই। আমি কাউকে মারিই নাই। উনাকে যেহেতু চিনি না, আমি কেন মারতে যাব৷’

এ বিষয়ে সিএফসি গ্রুপের নেতা ও চবি ছাত্রলীগের সহসভাপতি সুমন নাছির বলেন, ‘ঘটনাটি শুনেছি। আমরা সিনিয়ররা বসে বিষয়টি সমাধান করে নেব।’

চবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, ‘আমি এ বিষয়ে বিস্তারিত এখনও জানি না। ক্যাম্পাসে গেলে জানতে পারব।’

এ বিভাগের আরো খবর