ঘূর্ণিঝড় সিত্রাং-এ চট্টগ্রামে বঙ্গোপসাগরে ড্রেজার ডুবে নিখোঁজ আট শ্রমিকের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ড্রেজারের ভেতর থেকে মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন মীরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী।
মৃত ২৫ বছর বয়সী মো. জাহিদের বাড়ি পটুয়াখালীর জৈনকাঠি এলাকায়।
মীরসরাই ইকোনমিক জোন এলাকায় সোমবার রাত ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তখন থেকেই নিখোঁজ ছিলেন ড্রেজারে থাকা ৮ শ্রমিক।
উল্টে যাওয়া ড্রেজারটি সৈকত এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের।
ফায়ার সার্ভিস কর্মকর্তা ইমাম হোসেন বলেন, ‘ওই ড্রেজারে ৪টা কম্পার্টমেন্ট আছে। আমরা একপাশের কম্পার্টমেন্টে তল্লাশি করতে পেরেছি, সেখান থেকে পৌনে ৯টার দিকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে৷ ড্রেজারটির অন্যপাশ এখনও ডুবে আছে কাদায়। আমরা সেখানে যেতে পারিনি। সেদিকে বালিচাপা অবস্থায় আরও মরদেহ থাকতে পারে।’
আরও পড়ুন: সাগরে ট্রলারডুবি: ৮ মরদেহ কোথায়?
বিভিন্ন সংবাদমাধ্যমে ৮ মরদেহ উদ্ধারে খবর এসেছে বিকেল থেকে। মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিনহাজুর রহমানের বরাত দিয়ে অনেকে এ খবর জানিয়েছে।
এ বিষয়ে ইউএনও মিনহাজুর বলেন, ‘সকালে কয়েক প্রত্যক্ষদর্শী ওই নৌযানের ভেতর মরদেহের হাত-পা, মাথাসহ শরীরের বিভিন্ন অংশ দেখেছে। এই প্রত্যক্ষদর্শীদের মধ্যে দুজনের নাম রনি ও রাকিব। তারা বলেছে যে নৌযানটির ভেতর তারা মরদেহ দেখেছে। তাই ধারণা করা হচ্ছে ভেতরে কিছু মরদেহ আছে। তবে নিখোঁজ সবার মরদেহ ভেতরে রয়েছে কিনা নিশ্চিত না।’