বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

 পদ্মায় পুলিশ-জেলে সংঘর্ষ

  •    
  • ২২ অক্টোবর, ২০২২ ২১:৫৫

‘মা ইলিশ রক্ষায় পদ্মা নদীতে নৌ-পুলিশের নিয়মিত অভিযান চলছিল। জেলেরা পাঁচটি নৌকা নিয়ে টহল দলকে ঘিরে ফেলে। জেলেদের ছোড়া ইটের আঘাতে ট্রলারচালকসহ আমরা ৪ জন আহত হই। হামলাকারী জেলেদের ছত্রভঙ্গ করতে ১০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়তে হয়েছে।’

মা ইলিশ রক্ষার অভিযানে গিয়ে শরীয়তপুরের পদ্মা নদীতে হামলার শিকার হয়েছে পুলিশ। পরে জেলেদের সঙ্গে সংর্ঘষে পুলিশসহ অন্তত ৭ জন আহত হন।

শনিবার বেলা ১ টার দিকে সুরেশ্বর এলাকার পদ্মা নদীতে এ হামলার ঘটনা ঘটে বলে জানান স্থানীয় নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ।

তিনি বলেন, ‘মা ইলিশ রক্ষায় নৌ-পুলিশের নিয়মিত অভিযান চলছিল। পদ্মা নদীতে অভিযানের সময় পুলিশ সদস্যরা ৫ জনকে আটক করলে হামলা শুরু হয়।

‘জেলেরা পাঁচটি নৌকা নিয়ে টহল দলকে ঘিরে ফেলে। জেলেদের ছোড়া ইটের আঘাতে ট্রলারচালকসহ আমরা ৪ জন আহত হই। হামলাকারী জেলেদের ছত্রভঙ্গ করতে ১০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়তে হয়েছে। এ সময় ১২ জনকে আটক করা হয়েছে।’

স্থানীয়রা জানান, পুলিশের লাঠিপেটায় অন্তত ৩ জন জেলে আহত হয়েছেন। আটক করা হয়েছে কয়েকজন কিশোরসহ ১২ জেলেকে। অভিযানে গিয়ে পুলিশ জেলেদের আটক করছে এবং মারপিট করছে এমন খবর ছড়িয়ে পড়লে জেলেরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ট্রলার ঘিরে ফেলে। তারপর সংঘর্ষ শুরু হয়।

পুলিশের উপর হামলা ও নদীতে ইলিশ ধরার অভিযোগে দুটি পৃথক মামলা প্রক্রিয়াধীন বলে জানান নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ।

এ বিভাগের আরো খবর