কক্সবাজারে আদালতে নিয়ে যাওয়ার সময় পুলিশের প্রিজনভ্যান থেকে পালিয়েছেন এক আসামি। পালিয়ে যাওয়া ওই আসামি রোহিঙ্গা নাগরিক বলে জানিয়েছে পুলিশ।
শনিবার বিকেলে রামুর তুলাবাগান এলাকায় এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।
ওসি জানান, বিকেলে ১২ জন আসামিকে উখিয়া থেকে প্রিজনভ্যানে করে আদালতে পাঠানো হয়৷ পথে রামু তুলাবাগান সেনানিবাস অতিক্রম করার পর হঠাৎ এক আসামি বমি করার কথা বলে পুলিশের সহায়তা চান।
এ সময় তালা খুলে পলিথিন দিতে গেলে সুযোগ বুঝে অন্য এক আসামি পালিয়ে যান।
এ বিষয়ে কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম বলেন, ‘তাৎক্ষণিকভাবে পালিয়ে যাওয়া আসামির নাম পাওয়া যায়নি। তবে তিনি রোহিঙ্গা। তাকে গ্রেপ্তার করতে পুলিশের কয়েকটি টিম কাজ করছে। পাশাপাশি প্রিজনভ্যানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।’