দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সিনিয়র নিউজ কনসালটেন্ট রায়হান এম চৌধুরী মারা গেছেন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শনিবার চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৫৬ বছর।
পুঁজিবাজার নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) সভাপতি জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সিএমজেএফের সাবেক উপদেষ্টা রায়হান এম চৌধুরী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে আক্রান্ত ছিলেন। শনিবার বেলা আড়াইটার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
জাতীয় প্রেস ক্লাবের সদস্য রায়হান এম চৌধুরী ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও ইকনোমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) উপদেষ্টা ছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান এক বিবৃতিতে রায়হান এম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এ ছাড়া সিএমজেএফ-এর পক্ষে সভাপতি জিয়াউর রহমান ও সাধারণ সম্পাদক আবু আলী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।