বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মধুপুরে গারো সম্প্রদায়ের সংসারেক ঐতিহ্যের ওয়ানগালা উৎসব পালিত

  • মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি   
  • ১৯ অক্টোবর, ২০২৫ ১৯:২৪

মাঝখান দিয়ে বয়ে গেছে ক্ষীর নদী। সামনেই শালবন দেখা যায়। পাশেই ধানের সবুজ দিগন্ত জোড়া মাঠ। নদীর উপর ছোট ব্রিজ। ওপারে বিখ্যাত চুনিয়া গ্রাম। এপারে পীরগাছা। দুটি গ্রামই গারো সম্প্রদায়ের বসবাস। চুনিয়া নানা কারণে জনমানুষের কাছে সমাদৃত। স্থানীয় বসতিদের প্রায় সবাই গারো মান্দি সম্প্রদায়ের। এ গ্রামে সাংসারেক পুরোহিত প্রয়াত জনিক নকরেকের নিবাস। প্রয়াত পরেশ মৃর বাড়িও এ গ্রামেই। গ্রামটিকে নিয়ে কবি রফিক আজাদ বিখ্যাত কবিতাও রচনা করেছে। চুনিয়া আমার আর্কেটিয়া কবিতা আর এসব গুণী গারো সম্প্রদায়ের মানুষদের জন্য গ্রামটির নাম চারদিকেই ছড়িয়ে পড়েছে। এ পাশের পীরগাছা খ্রিষ্ট ধর্ম পল্লী। সেন্ট পৌলস উচ্চ বিদ্যালয়। গারো সম্প্রদায়ের নানা ধরনের দোকানপাঠ। পাশেই কোচ পল্লী। গারোদের বসতি। আর এই চুনিয়া গ্রামেই আয়োজন করা হয় গারো সম্প্রদায়ের সংসারেক ঐতিহ্যের ওয়ানগালা বা ওয়ান্না। বনানী আচিক ক্লাব করা হয় এর আয়োজন। চুনিয়া গ্রামবাসী ও থকবিরিরমের সম্পাদক মিঠুন রাগসামের ব্যানারে ওয়ানগালার আয়োজনে চলে নানা রীতি ও ঐতিহ্য।

মিঠুন রাগসাম জানালেন, আয়োজনটি ছিল মূলত তিন দিনের। রীতি অনুযায়ী তিন দিন সময় লেগে থাকে। সেভাবে করা। আদি নিয়ম অনুসারে রুগালা করা হয়। রুগালার মধ্যে তাদের সাংসারেক পুরোহিত খামাল লেবেন সাধু ওয়ানগালার নিয়ম অনুযায়ী শুরু করে। আনুষ্ঠানিকতা শুরুর পর চলে প্রথম দিনের পর্বগুলো রাতভর খানা পিনা প্রোগ্রাম চলে। দ্বিতীয় দিন শুক্রবার সকাল থেকে শুরু হয় মূল পর্ব। সাংসারেক বিশ্বাসমতে, মিসি শালজং তাদের শস্য দেবতাকে নতুন শস্য কচু, চাল কুমড়াসহ অন্যান্য শস্য উৎসর্গ করা হয়। মোরগ কেটে পুরোহিত মন্ত্র পড়ে তাদের ওয়ানগালার বিভিন্ন পর্ব করতে থাকে।

পরে তাদের গারো সংস্কৃতি কৃষ্টি কালচারের নানা পর্ব অনুষ্ঠিত হয়। আজিয়া, রেঁ রেঁ, সেরেজিং পর্বে জয়নাগাছা, সাইনামারী, চুনিয়াসহ কয়েকটি গ্রামের দল এতে অংশ নেয়। গুরিরুয়াও অনুষ্ঠিত হওয়ার পর গ্রিকা, চাম্বিল মিশা, সেরজিংসহ বিভিন্ন পর্ব হয়।

আয়োজকদের পক্ষে মিঠুন রাগসাম আরো জানান, চু বা চুমান্থি প্রতিযোগিতা ভারতের মেঘালয়ে হয়ে থাকে। দেশে প্রথম বারের মতো তারা এ ওয়ানগালায় করেছে। এটা করলে সাধারণত চু খেয়ে ঝগড়া বিবাদ হওয়ার সম্ভাবনা থাকে বিধায় করা হয় না তবে তাদের এ অনুষ্ঠানে সুন্দর করা হয়েছে তবে কোন সমস্যা হয়নি বলেও তিনি জানান।

মাঠের মাঝখানে বাঁশ দিয়ে কলা পাতার ছায়লা বা সামিয়ানা করা হয়। অঙ্গার করা ছায়লা বা সামিয়ানার মধ্যে স্থানে এতে চু’সহ তাদের সাংসারেক রীতির জিনিসপত্র রাখা হয়। ওয়ানগালা করতে অনেক অর্থের প্রয়োাজন তবে তারা নিজস্ব অর্থায়নেই করেছে। গ্রামবাসীসহ সকলের অংশ গ্রহন ছিল দারুন এ জন্য তারা সফল ভাবে করতে পেরেছে। এসব তথ্য আয়োজকদের সাথে কথা বলে জানা গেছে।

ওয়ানগালায় কয়েকজন নারী জানান, নতুন ফসল নিজেরা ভক্ষণ করার আগে তাদের শস্য দেবতা মিসি শালজংকে উৎসর্গ করে পরে তারা খেয়ে থাকে। এতে তাদের মঙ্গল হয়। সে বিশ্বাস থেকে সাংসারেক রীতি অনুযায়ী প্রতি বছর ওয়ানগালা করে থাকে। তারা যুগ যুগ ধরে এ পর্বটি করে আসছে বলে জানান।

মমিনপুর গ্রামের অলিক মৃ জানান, চুনিয়ার এ ওয়ানগালা সুন্দর ভাবে শেষ হয়েছে। লোকজনের সমাগম ছিল অনেক। সাংসারেক রীতি অনুযায়ী করা ওয়ানগালার আয়োজনটি ছিল তারমতে চমৎকার।

সাংসারেক পুরোহিত খামাল লেবেন সাধু বলেন, তিন দিন চলে এ ওয়ানগালা। আদি সাংসারেক রীতি অনুয়ায়ী করা হয়েছে।

গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়ায় এ ওয়ানগালায় বিভিন্ন পর্বে বিজয়ীদের মাঝমাঝে পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৪ জনকে সম্মাননা প্রদান করে আয়োজক কমিটি। মধুপুরে ইকোপার্ক বিরোধী আন্দোলনে নিহত জয়নাগাছা গ্রামের পীরেন স্নাল কে মরণোত্তর, মধুপুর ইকোপার্ক বিরোধী আন্দোলনে চিরপঙ্গত্ব বরণ করা বেদুরিয়া গ্রামের উৎপল নকরেক, চুনিয়া গ্রামের কইয়নী মৃকে গারোদের সংস্কৃতি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ও একই গ্রামের মোনালিসা সাংমা নেবুল দারুকে সংস্কৃতি ক্ষেত্রে বিশেষ অবদার রাখায় সম্মাননা প্রদান করা হয়। গত শনিবার পুরোহিত তাদের নিয়ম অনুয়ায়ী সকাল থেকে বিভিন্ন পর্ব শেষে ওয়ানগালার পর্ব শেষ করে।

এ বিভাগের আরো খবর