বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আধিপত্য বিস্তারের সংঘর্ষে প্রাণহানি

  •    
  • ২১ অক্টোবর, ২০২২ ২১:৫৭

ওসি জানান, এলাকার বাদশাহ সরদার ও খবির সরদারের মধ্যে অনেকদিন ধরে আধিপত্যের দ্বন্দ্ব চলছিল। এর জেরে শুক্রবার বিকেলে তাদের তর্কাতর্কি হয়। এক পর্যায়ে তাদের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। কিছু হাতবোমাও বিস্ফোরণ ঘটানো হয়। 

শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৮ জন।

সেনেরচর ইউনিয়নের চরধুপুরিয়া কাচারি কান্দি গ্রামে শুক্রবার বিকেল ৪টার দিকে এই সংঘর্ষ হয়।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এসব নিশ্চিত করেছেন।

তিনি স্থানীয়দের বরাতে জানান, এলাকার বাদশাহ সরদার ও খবির সরদারের মধ্যে অনেকদিন ধরে আধিপত্যের দ্বন্দ্ব চলছিল। এর জেরে শুক্রবার বিকেলে তাদের তর্কাতর্কি হয়। এক পর্যায়ে তাদের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। কিছু হাতবোমাও বিস্ফোরণ ঘটানো হয়।

ওসি জানান, জাজিরা থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এরপর সেখানে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে ফিরোজ সরদার নামে একজন মারা যায়। আহতদের মধ্যে হাবিব সরদার ও রফিক সরদারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।

জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে দুইজনকে থানায় নেয়া হয়েছে বলেও জানান ওসি।

এ বিভাগের আরো খবর