বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘ছাগলের তিন নম্বর বাচ্চা’ বলায় তাপসকে চুন্নুর চ্যালেঞ্জ

  •    
  • ২০ অক্টোবর, ২০২২ ২১:০৭

মেয়র তাপসের উদ্দেশে জাপা মহাসচিব বলেন, ‘যিনি এ কথা বলেছেন তাকে বলি, ঘোষণা দেন- যে আগামী নির্বাচনে ছাগলের ৩ নম্বর বাচ্চার সহযোগিতা লাগবে না। তাহলে আমি বলব, বাপের বেটা।’

আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টির কোনো সহায়তা নেবে না, এমন ঘোষণা দেয়ার চ্যালেঞ্জ জানিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ফজলে নূর তাপস জাতীয় পার্টিকে ‘ছাগলের তিন নম্বর বাচ্চা’ আখ্যা দেয়ায় চুন্নু তাকে এই চ্যালেঞ্জ দেন।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে বিশিষ্ট নাগরিকদের জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে এক আলোচনায় মেয়র তাপসের প্রসঙ্গটি আসে।

দলের এক নেতা তাপসের প্রসঙ্গটি তোলার পর সেই নেতাকে উদ্দেশ করে চুন্নু বলেন, ‘জাতীয় পার্টি যখন সরকারের দালালি করত তখন তারা ভালো ছিল, এখন উল্টাপাল্টা করে বলে খারাপ হয়ে গেছে।’

গত ১১ অক্টোবর বিকেলে বংশাল থানা আওয়ামী লীগ আয়োজিত সম্মেলনে জাতীয় পার্টিকে ‘ছাগলের তিন নম্বর বাচ্চা’ আখ্যা দেন মেয়র তাপস।

মুন্সিগঞ্জের এক নেতা সেই বক্তব্যটির কথা স্মরণ করে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন। পরে চুন্নু সেই নেতাকে বলেন, ‘তুই চেতস ক্যা ব্যাটা? এটা বলছে কারণ আছে। কারণ এতদিন আমাদের কেউ কেউ সরকারের দালালি করতাম, চামচাগিরি করতাম। অনেকের ভালো লাগত….। কিন্তু জি এম কাদের উল্টা আরম্ভ করছে, উনি যখন বলেন সত্যি কথা বলেন, উনি জনগণের দাবি নিয়ে কথা বলেন। এটা বলা তো ভোট ছাড়া মেয়র- এদের কি ভালো লাগব? এটা তো ভালো লাগার কথা না।’

তিনি আরও বলেন, ‘আজকে আওয়ামী লীগের যাই করতেছে, টাকা পয়সা কামাক, যাই কমুক এটা মূল হলো জাতীয় পার্টি আর এরশাদ- এটা উনারা ভুলে গেছেন। ৯৬ সালে বিএনপি কিন্তু লোক পাঠাইছে জেল খানায় যে আমরা (জাতীয় পার্টি) বিএনপি-জামায়াতসহ ক্ষমতায় আসতে পারে। কিন্তু এরশাদ সাহেব রাজি হননি। কারণ, আওয়ামী লীগ তো খারাপ, বিএনপি আরও খারাপ।’

মেয়র তাপসের উদ্দেশে জাপা মহাসচিব বলেন, ‘যিনি এ কথা বলেছেন তাকে বলি, ঘোষণা দেন- যে আগামী নির্বাচনে ছাগলের ৩ নম্বর বাচ্চার সহযোগিতা লাগবে না। তাহলে আমি বলব, বাপের বেটা।’

জাতীয় পার্টি ছাড়া আওয়ামী লীগের ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ নাই উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা জনগণের কথা বলছি। আমরা রাস্তায় গাড়ি ভাঙি না, অবরোধ করি না। কেন করি না? এরশাদ সাহেব আমাদের এসব করতে মানা করেছেন। হ্যাঁ, প্রয়োজনে আমরা রাস্তায় যাব।’

আওয়ামী লীগ বা বিএনপির সঙ্গে আর কোনো জোটে যাওয়া হবে না বলেও ইঙ্গিত দেন জাপা মহাসচিব। বলেন, ‘জি এম কাদের চিন্তা করছে আর যাওয়া-যাওয়ি নাই। এখন নিজের পায়ে দাঁড়াব। এখন জাতীয় পার্টির রাজনীতি নিয়ে আমরা জনগণের কাছে যাব। আমরা দেশে মানুষের চাওয়া-পাওয়া নিয়ে কাজ করব। যে প্রশাসন মানুষের উন্নয়ন করতে পারে না, সে প্রশাসন ভেঙে নতুন প্রশাসন করব। নতুনভাবে শিক্ষা ব্যবস্থা, বিচার বিভাগকে বিকেন্দ্রীকরণ করব।’

দলের মধ্যে সমস্যা নিয়ের খোলামেলা কথা বলেন জাতীয় পার্টির মহাসচিব। বলেন, ‘আমাদের মধ্যেও কিছু সমস্যা আছে। আমাদের বিরোধী দলের নেতা, আমাদের সকলের শ্রদ্ধার পাত্র তিনি খুব অসুস্থ। তাকে কিছু লোক ভুল বুঝাইয়া, ওই যারা ছাগলের ৩ নম্বর বাচ্চা হতে পারে তারাও কিছু ঝামেলা সৃষ্টি করতেছে।’

এ বিভাগের আরো খবর