চট্টগ্রামের সীতাকুণ্ডে জিপিএইচ ইস্পাত কারখানার ফটকে ট্রাকচাপায় নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেক নিরাপত্তারক্ষী।
উপজেলার কুমিরা এলাকায় জিপিএইচ ইস্পাত কারখানার ফটকে মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে।
নিহত ৩০ বছর বয়সী বরুণ কুমার ত্রিপুরার বাড়ি খাগড়াছড়ির মানিকছড়ি এলাকায়। আহত মিল্লাত হোসেন সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের উকিলপাড়ার বাসিন্দা।
বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বনিক।
নিউজবাংলাকে তিনি বলেন, ‘গেট দিয়ে গাড়িটি ঢোকার সময় অসাবধানতায় গাড়ির নিচে পড়ে একজন নিহত ও একজন আহত হন। আহত মিল্লাতকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর গাড়িটি জব্দ করা হয়েছে।’
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
এ বিষয়ে জিপিএইচ ইস্পাতের মুখপাত্র অভিক ওসমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি।