মুন্সীগঞ্জ সদরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ বৃদ্ধের মৃত্যু হয়েছে। গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অন্তত ১১ জন।
সদরের বকুলতলা এলাকায় সোমবার দুপুরে থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় এই সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ হন ৭০ বছর বয়সী মনির হোসেন মোল্লা। ঢাকা মেডিক্যাল হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসব নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. তারিকুজ্জামান।
তিনি স্থানীয়দের বরাতে জানান, আধারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরুজ হোসেনের সঙ্গে ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অলি হোসেন সরকার গ্রুপের বিরোধ অনেকদিনের। দুই পক্ষ সোমবার বিকেলে শোলারচর এলাকায় সংঘর্ষে জড়ায়। আশপাশের এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
দুই পক্ষ গোলাগুলি করে, ককটেল বিস্ফোরণও ঘটায়। এ সময় মনিরসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়। তাদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক রুহুল আমিন জানান, মনিরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পাঠানো হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে।
মনিরের বাড়ি বকুলতলা গ্রামে। তার মেয়ে সানিয়া বেগম বলেন, ‘আমার বাবা নামাজ পড়ে বাসায় ফিরছিলেন। পথে সংঘর্ষের মধ্যে তিনি গুলিবিদ্ধ হন।’
সদর থানার ওসি তারিকুজ্জামান বলেন, ‘আমরা তদন্ত করে দেখছি। পরে বলতে পারব পুরো ঘটনা।’