বাগেরহাটে ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ‘ঢাকা আরবান কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড’ এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোশারেফ হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬।
সোমবার সকালে পিরোজপুর সদর উপজেলার পশ্চিম শিখারপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে পিরোজপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
৬০ বছর বয়সী মোশারেফ হোসেন পিরোজপুর সদর উপজেলার পশ্চিম শিখারপুর এলাকার বাসিন্দা।
মামলা সূত্রে জানা গেছে, বেশ কয়েক বছর আগে বাগেরহাট জেলা শহরের সাধনার মোড় এলাকায় দ্য ঢাকা আরবান কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড নামে একটি অফিস ভাড়া নেন মোশারেফ হোসেন।
সেখানে উচ্চ মুনাফার লোভ দেখিয়ে জেলার বিভিন্ন এলাকার তিন শতাধিক ব্যক্তির কাছ থেকে ১০ কোটিরও বেশি টাকা এফডিআর ও সঞ্চয়পত্র গ্রহণ করেন তিনি ও তার সহযোগিরা।
এক পর্যায়ে সব গ্রাহকের টাকা নিয়ে অফিস বন্ধ করে পালিয়ে যান তারা। এ অবস্থায় বিনিয়োগকারীরা মোশারেফ হোসেনসহ ব্যাংকটির অন্যান্য কর্মকর্তা কর্মচারীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো হদিশ পাননি। পরে তারা মোশারেফসহ ব্যাংকটির চার কর্মকর্তার বিরুদ্ধে একটি প্রতারণা ও দুর্নীতির মামলা করেন।
সেই মামলায় মোশারেফ হোসেন চৌধুরীর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।
র্যাব-৬ খুলনার সহকারী পরিচালক (লিগ্যাল এ্যান্ড মিডিয়া) বজলুর রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোশারেফ হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পিরোজপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।