বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বেনাপোলে ট্রাকচাপায় ভারতীয় ট্রাকচালকের মৃত্যু

  •    
  • ১৬ অক্টোবর, ২০২২ ১২:৫৮

বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসেন কামাল ভূইয়া বলেন, ‘সকাল সাড়ে ৬টার দিকে টহল পুলিশের মাধ্যমে খবর পায়, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একজন ভারতীয় ট্রাকচালকের মৃত্যু হয়ে়ছে। থানা থেকে একটি টিম গিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পণ্যবোঝাই বাংলাদেশি ট্রাকসহ চালকের আসনে থাকা হেলপার শিলন হোসেনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।’

যশোরের বেনাপোল বন্দর এলাকায় রপ্তানি পণ্যবোঝাই ট্রাকের চাপায় শ্যামসুন্দর নামে ভারতীয় ট্রাকচালকের মৃত্যু হয়েছে। নিহত শ্যামসুন্দর ভারতের মথুরার আমরালা এলাকার বাসিন্দা।

রোববার সকাল সাড়ে ৬টার দিকে বেনাপোল বন্দরের ৫ নম্বর গেটের সামনে ঘটনাটি ঘটে। এ সময় রপ্তানি পণ্যবোঝাই ট্রাকের চালক না থাকায় চালকের সহকারী (হেলপার) গাড়িটি চালাচ্ছিলেন বলে পুলিশ জানায়।

হেলপার শিলনকে আটক করেছে বেনাপোল বন্দর থানা পুলিশ। আটক শিলন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার হাকিমপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ভারতীয় ট্রাকের চালক শ্যাম সুন্দর বেনাপোল বন্দরের ভেতরে ট্রাক রেখে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় কুষ্টিয়া ট-১১-১০৭৪ নম্বরের একটি বাংলাদেশি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পোর্ট থানার টহল পুলিশ ট্রাকসহ হেলপার শিলনকে আটক করে এবং মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসেন কামাল ভূইয়া বলেন, ‘সকাল সাড়ে ৬টার দিকে টহল পুলিশের মাধ্যমে খবর পায়, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একজন ভারতীয় ট্রাকচালকের মৃত্যু হয়ে়ছে। থানা থেকে একটি টিম গিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পণ্যবোঝাই বাংলাদেশি ট্রাকসহ চালকের আসনে থাকা হেলপার শিলন হোসেনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।’

নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালানো হচ্ছে বলে তিনি জানান।

ময়নাতদন্তের পর নিহতের মরদেহ ভারতে পাঠানোর প্রস্তুতি নেয়া হবে।

এ বিভাগের আরো খবর