বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মা ইলিশ ধরার অপরাধে ৩৫ জেলে আটক

  •    
  • ১৫ অক্টোবর, ২০২২ ১২:৪৬

চাঁদপুর নৌ পুলিশের ওসি মো. কামরুজ্জামান জানান, অভিযানে ৫০ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জালসহ ৯৩ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। এর মধ্যে ৫৬ কেজি মাছ স্থানীয় এতিমখানা ও গরিব দুস্থদের মধ্যে বিতরণ এবং অবশিষ্ট ৩৭ কেজি মাছ হিমাগারে সংরক্ষিত আছে। এ ছাড়া জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে ৩৫ জেলেকে আটক করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় পদ্মা-মেঘনায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

চাঁদপুর নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অভিযানে ৫০ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জালসহ ৯৩ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। এর মধ্যে ৫৬ কেজি মাছ স্থানীয় এতিমখানা ও গরিব দুস্থদের মধ্যে বিতরণ এবং অবশিষ্ট ৩৭ কেজি মাছ হিমাগারে সংরক্ষিত আছে। এ ছাড়া জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

ওসি কামরুজ্জামান বলেন, ‘অভয়াশ্রম এলাকার পদ্মা-মেঘনার আশপাশের এলাকা থেকে গত ২৪ ঘণ্টায় ৩৫ জেলেকে আটক করা হয়েছে। ১৯ জন জেলের বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা করা হয়েছে। তাদের মধ্যে ৪ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের অভিভাবকের জিম্মায় মুক্তি দেয়া হয়েছে। অবশিষ্ট ১২ জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।’

এ বিভাগের আরো খবর