বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পানিতে ডুবে যমজ ভাই-বোনের মৃত্যু

  •    
  • ১০ অক্টোবর, ২০২২ ১৯:৪২

এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে বলে জানান সুন্দরগঞ্জ থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম।

গাইবান্ধার সুন্দরগঞ্জে খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে যমজ ভাই-বোনের মৃত্যু হয়েছে।

উপজেলার সোনারায় ইউনিয়নের পশ্চিম বৈদ্যনাথ গ্রামে সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।

দেড় বছর বয়সী মারা যাওয়া আমিনুল ইসলাম ও আমেনা আক্তার পশ্চিম বৈদ্যনাথ গ্রামের শাহ্ আলম মিয়ার সন্তান।

সুন্দরগঞ্জ থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বজনদের বরাতে ওসি জানান, বিকেলে বাড়ির উঠানে খেলছিল আমিনুল ও আমেনা। ধারণা করা হচ্ছে, খেলতে গিয়েই বাড়ির পাশের পুকুরে পড়ে যায় দুই ভাই-বোন। পরে পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করে।

ঘণ্টাখানেক স্বজনরা পুকুর থেকে আমিনুল ও আমেনার মরদেহ তুলে আনে।

এ নিয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে বলেও জানান ওসি।

এ বিভাগের আরো খবর