বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের খবর

  •    
  • ৯ অক্টোবর, ২০২২ ১২:১৭

চুয়াডাঙ্গা-৬ বিজিবি পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহ মোহাম্মদ ইশতিয়াক জানান, ঘটনাটি শুনেছি। আমরা বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার রাতে উপজেলার ছোট বলদিয়া সীমান্তের ৮২ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।

ভারতের নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবিন মুখার্জী এ তথ্য নিশ্চিত করলেও বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী-বিজিবি ঘটনার সত্যতা নিশ্চিত করতে পারেনি।

নিহত ৩২ বছর বয়সী মুনতাজ হোসেন ওরফে জাহাঙ্গীর ছোট বলদিয়া গ্রামের বাসিন্দা।

মুনতাজের মেজো ভাই ইন্তাজুল আলী বলেন, ‘আমার বড় ভাই গরু-মহিষের ব্যবসা করেন। রাতে সীমান্তে মহিষ আনতে যান তিনি। শনিবার রাত ১টার দিকে সীমান্তের ৮২ নম্বর মেইন পিলারের বিপরীতে ভারতের ৫৪ বিএসএফ বিজয়পুর ক্যাম্প সদস্যরা ৭-৮ রাউন্ড গুলিবর্ষণ করে।

‘এতে সীমান্তের কাঁটাতারের ওপারে মহিষ আনতে যাওয়া মুনতাজ গুলিবিদ্ধ হয়ে মারা যান।’

ওসি বাবিন মুখার্জী জানান, এক বাংলাদেশি মহিষ ব্যবসায়ীর মরদেহ থানায় হস্তান্তর করেছে বিএসএফ সদস্যরা। সীমান্তে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে ঢুকে মহিষ নিয়ে যাচ্ছিলেন বলে জানায় বিএসএফ। ওই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহ মোহাম্মদ ইশতিয়াক বলেন, ঘটনাটি শুনেছি। আমরা বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।

এ বিভাগের আরো খবর