বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় ছাত্রলীগের হামলার শিকার হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখান থেকে ২০ জনকে আটক করেছে পুলিশ।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নূর মোহাম্মদ বলেন, ‘জিজ্ঞাসাবাদের জন্য আমরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ২০ জনকে আটক করেছি। তাদের মধ্যে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মী এবং বহিরাগতরাও রয়েছে।’
সন্ধ্যায় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন বলেন, বিকেল সাড়ে ৩টায় তারা রাজু ভাস্কর্যে আবরার ফাহাদ স্মৃতি সংসদের ব্যানারে স্মরণ সভা আয়োজন করলে তাতে হামলা করে ছাত্রলীগ। হামলায় তাদের ১০-১৫ নেতা-কর্মী আহত হলে তাদেরকে ঢাকা মেডিক্যালে নেয়া হয়।
তিনি বলেন, ‘ছাত্রলীগ আমাদের হাসপাতালের ভেতর আটকে রাখলে পুলিশ এসে আমাদের ঢাবি শাখার সভাপতি-সাধারণ সম্পাদকসহ প্রায় ১৫ জনকে শাহবাগ থানায় তুলে নিয়ে যায়। আমরা অবিলম্বে তাদের মুক্তি দাবি করছি।’